রাজধানী উত্তরায় রুহ ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় হিফজ কনভোকেশন অনুষ্ঠিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) প্রেসিডেন্ট, মা'হাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী (হাফিজাহুল্লাহ)। তার সান্নিধ্য এবং বক্তব্য শিক্ষার্থীদের কুরআনের শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার প্রেরণা জুগিয়েছে।

এ বছর স্কুলের পাঁচ মেধাবী ছাত্র পবিত্র কুরআনুল কারিমের হিফজ সম্পন্ন করেছে। এই পাঁচজনসহ, স্কুলের মোট ১০ জন শিক্ষার্থী ইতোমধ্যেই হাফিজুল কুরআন হওয়ার গৌরব অর্জন করেছে, যা স্কুলের ধারাবাহিক সফলতা এবং আল্লাহর রহমতের একটি বিশেষ প্রতিফলন।

অনুষ্ঠানের আকর্ষণীয় সাংস্কৃতিক পর্বে রুহ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের পরিবেশনায় ছিল পবিত্র কুরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত, শিক্ষণীয় নাটিকাসহ বিভিন্ন পরিবেশনা।

পবিত্র কুরআনের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করতে এ আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা প্রমুখ।

এ সময় স্কুলের চেয়ারম্যান বলেন, আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উৎকর্ষই নয়, বরং তাদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে চরিত্র গঠন। ভবিষ্যতের আদর্শ সমাজ গঠনে তাদের ইতিবাচক ভূমিকা রাখতে আমরা বদ্ধপরিকর।

অনুষ্ঠানের শেষ প্রধান অতিথির কাছ থেকে পাগড়ি গ্রহণ করেন স্কুলের ৫ জন হাফেজ। এছাড়া প্রধান অতিথি ও বিশেষ অতিথির কাছ থেকে সবক গ্রহণ করেন নবীন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে স্কুলের ভাইস প্রিন্সিপাল, শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জীবনে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এমজে/এনটি