ভবিষ্যত পরিকল্পনা নিয়ে যা জানালেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ
তুরস্কে আয়োজিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ আল্লাহর দীন শিখে যোগ্য আলেম হয়ে পবিত্র কোরআনের খেদমত ব্যাপকভাবে করতে চান। নিজের ভবিষ্যত পরিকল্পনা জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা শেষে দেশে ফেরার পর ভবিষ্যত পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন,‘আমার স্বপ্ন আমি ভবিষ্যতে আল্লাহর দীন শিখে যোগ্য আলেম হয়ে পবিত্র কোরআনের খেদমত ব্যাপকভাবে করা।’
বিজ্ঞাপন
নিজের বিজয়কে কোরআনের সম্মান অভিহিত করে তিনি বলেন, ‘সবার কৃতজ্ঞতা আদায় করছি। এটা আমার মর্যাদা নয়, এটা মহান আল্লাহর কোরআনের মর্যাদা। মহান আল্লাহ আমাকে সাহায্য করেছেন বলে আমার জন্য সহজ হয়েছে। সবার কাছে দোয়া চাই, দুনিয়াতে যেভাবে প্রথম হয়েছি এভাবে জান্নাতুল ফিরদাউসে এক সঙ্গে থাকতে পারি।’
আরও পড়ুন
তুরস্কে আয়োজিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা শেষে গতকাল শুক্রবার দেশে ফিরেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতরণের পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দেশের ধর্মপ্রাণ মুসলমান, বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিমানবন্দর থেকে বের হওয়ার পর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী এই হাফেজকে ছাদখোলা বাসে সংবর্ধনা জানানো হয়।