প্রয়োজনীয় সবজির চাহিদা মেটাতে বাসার ছাদ বাগান ও বারান্দার টবে সবজি চাষ করেন শায়খ আহমাদুল্লাহ। পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বন্ধু-স্বজনদেরও উপহার দেন তিনি।

আজ বুধবার (২৩ অক্টোবর) নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে এমন চমকপ্রদ তথ্য জানিয়েছেন ইসলামিক এই আলোচক। একইসঙ্গে সবজি বাজারের সিন্ডিকেট ভাঙতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছেন তিনি।

এক ফেসবুক স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ বলেন, বাসার ছাদ ও বারান্দার টবে আমরা সবজি চাষ করি। সেই সাথে বাসার পাশের এক ব্যক্তির খালি জমিতে তার অনুমতি নিয়ে চাষাবাদ করি। 

তিনি বলেন, ভরা মৌসুমে আমাদের ক্ষেতে ১৮/১৯ পদের সবজি ও ফলমূল উৎপাদিত হয়। মাঝে মাঝে কাজের লোকের সহযোগিতা নিলেও বেশিরভাগ সময় পরিবারের সবাই মিলে আমরা চাষাবাদ করি। 

শায়খ আহমাদুল্লাহ স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, এতে একদিকে যেমন নিজেদের সবজির চাহিদা মেটে, অপরদিকে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবকে উপহার দেই। নিজেদের হাতে লাগানো গাছে ফুল ও ফল ধরতে দেখার যে আনন্দ, এর কোনো তুলনা হয় না।

সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সবজি চাষাবাদে আহ্বান জানিয়ে তিনি বলেন, এভাবে আমরা সবাই যার যার অবস্থান থেকে কম বেশি সবজির চাষ করতে পারি। এতে পরিবারের খাদ্য-চাহিদা পূরণ, শারীরিক ব্যায়াম এবং নতুন নতুন সৃষ্টির আনন্দ উদযাপন করা সম্ভব।

সবশেষে শায়খ আহমাদুল্লাহ বলেন, সবজির সিন্ডিকেট ভাঙার জন্য ফাউন্ডেশন থেকে শিগগিরই একটি কার্যকর উদ্যোগের পরিকল্পনা গ্রহণ করছি আমরা।

এনএইচ