সূরা নাসর পবিত্র কোরআনের ১১০ নম্বর সূরা। এর আয়াত সংখ্যা তিন। সূরাটি মদিনায় অবতীর্ণ। এই সূরায় মহানবী সা.-কে মক্কা বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে। এইসঙ্গে দুনিয়ায় তার বেশি দিন হায়াত নেই তাও বুঝানো হয়েছিল। তাই তাকে আল্লাহ তায়ালার হামদ ও তাসবীহতে রত হয়ে এবং তাঁর কাছে মাগফিরাত প্রার্থনার নির্দেশ দেওয়া হয়েছে। 

সূরা নাসর

اِذَا جَآءَ نَصۡرُ اللّٰہِ وَالۡفَتۡحُ ۙ ١ وَرَاَیۡتَ النَّاسَ یَدۡخُلُوۡنَ فِیۡ دِیۡنِ اللّٰہِ اَفۡوَاجًا ۙ ٢ فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ وَاسۡتَغۡفِرۡہُ ؕؔ  اِنَّہٗ کَانَ تَوَّابًا ٪ ٣

সূরা নাসরের বাংলা উচ্চারণ

১. ইযা-জা-আ-নাসরুল্লা-হি ওয়াল ফাতহ।
২. ওয়া-রাআই-তান্না-ছা ইয়াদ-খুলূনা ফী দীনিল্লা-হি আফওয়া-জা।
৩. ফাছাব্বিহ-বিহামদি-রাব্বিকা ওয়াছ-তাগফিরহু-ইন্নাহূকা-না তাওওয়া-বা।

সূরা নাসরের বাংলা অর্থ

যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। এবং তুমি মানুষকে দেখবে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করছে। তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করো ও তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। (সূরা নাসর, আয়াত : ১-৩)