সূরা তীন পবিত্র কোরআনের ৯৫ নম্বর সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ। এর আয়াত সংখ্যা আট।

সূরা তীন

وَالتِّیۡنِ وَالزَّیۡتُوۡنِ ۙ ١ وَطُوۡرِ سِیۡنِیۡنَ ۙ ٢ وَہٰذَا الۡبَلَدِ الۡاَمِیۡنِ ۙ ٣ لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِیۡۤ اَحۡسَنِ تَقۡوِیۡمٍ ۫ ٤ ثُمَّ رَدَدۡنٰہُ اَسۡفَلَ سٰفِلِیۡنَ ۙ ٥ اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَہُمۡ اَجۡرٌ غَیۡرُ مَمۡنُوۡنٍ ؕ ٦ فَمَا یُکَذِّبُکَ بَعۡدُ بِالدِّیۡنِ ؕ ٧ اَلَیۡسَ اللّٰہُ بِاَحۡکَمِ الۡحٰکِمِیۡنَ ٪ ٨

সূরা তীনের বাংলা উচ্চারণ :

১. অ-ত্তীনি অয্যাইতূন।
২. অ-তুরি সীনীন।
৩. অ-হা-যাল বালাদিল আমীন।
৪. লাক্বদ্ খলাকনাল্ ইনসানা-ফী আহ্সানি তাক্বওয়ীম।

৫. ছুম্মা রদাদ্না-হু আসফালা সা-ফিলীন।
৬. ইল্লাল্লা-যীনা আ-মানূ ওয়া-মিলুছ্ ছোয়া-লিহাতি ফালাহুম আজরুন্ গইরু মাম্নূন।
৭.ফামা- ইয়ুকায্যিবুকা বা’দু বিদ্দীন্।
৮. আলাইসাল্লা-হু বিআহ্কামিল হা-কিমীন।

সূরা তীনের বাংলা অর্থ :

শপথ তীন ও যায়তুন-এর। শপথ ‘সিনাই’ পর্বতের। শপথ এই নিরাপদ নগরীর। অবশ্যই আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে। তারপর আমি তাকে হীনতাগ্রস্তাদের হীনতমে পরিণত করি। কিন্তু তাদেরকে নয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে; এদের জন্য তো আছে নিরবচ্ছিন্ন পুরস্কার। কাজেই (হে মানুষ!) এরপর কিসে তোমাকে কৰ্মফল দিবস সম্পর্কে অবিশ্বাসী করে? আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? (সূরা তীন, আয়াত : ১-৮)