ছবিতে দেখুন দেশে দেশে রমজান
বিশ্বজুড়ে রমজান চলছে। দেশে দেশে মুসলিমরা নানাভাবে এই পবিত্র মাস পালন করছেন। প্রতিটি দেশের নিজস্ব রীতি-নীতি ও মুসলিম ঐতিহ্য রমজানকে আরও মনোজ্ঞ ও মনোহর করে তুলে। বিভিন্ন দেশের রমজান-সংস্কৃতি নিয়ে লিখতে হলে— বিশাল-বিস্তৃত প্রবন্ধ লিখেও শেষ করা যাবে না।
পাঠকদের সুবিধার্থে আমরা ছবিতে বিভিন্ন দেশের রমজান-সংস্কৃতি ও ইফতার-আয়োজনের দৃশ্য তুলে ধরেছি। প্রতিটি ছবি সবার মনে নতুন নতুন অনুভূতি জাগিয়ে তুলবে।
বিজ্ঞাপন
০২ মে, তুরস্ক
বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবি মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করে তুর্কী রাষ্ট্রপতি এরদোয়ান। গতকাল ইস্তান্বুলের একটি কারখানায় শ্রমিকদের সঙ্গে ইফতারে মিলিত হন তিনি।
০১ এপ্রিল, বুলগেরিয়া
বলকান অঞ্চলের ও ইউরোপে মুসলিম ঐতিহ্যের দেশ বুলগেরিয়ার। নানা অসুবিধার পরও বেড়ে চলছে মুসলিমদের অগ্রযাত্রা। গতকাল দেশটির ইসলামিক সেন্টারে ইফতারের কিছু স্থীর চিত্র।
তুরস্কের ইলাজিক শহর। গত বছর সেখানে ভূমিকম্পে অনেকে গৃহহারা হয়ে পড়ে। সরকার ক্ষতিগস্ত ঘর পুননির্মাণ করে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করে। গতকাল তুর্কি গণপূর্ত মন্ত্রী মুরাদ কারাম এক পরিবারের কাছে ঘর হস্তান্তর করে তাদের সঙ্গে ইফতারে মিলিত হয়।
২৯ এপ্রিল, সারাটোভ, রাশিয়া
মধ্য রাশিয়ার সারাটোভ শহরে ইসলামিক সেন্টারের আয়োজনে গতকাল অনুষ্ঠিত হলো শিশুদের রমজানবিষয়ক এক প্রতিযোগিতা অনুষ্ঠান। রমজানবিষয়ক বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিরা অংশগ্রহণ করে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ইউরোপের মুসলিম দেশ কসোভো। দেশটির রাজধানী প্রিস্টিনার ইয়াশার পাশা জামে মসজিদ। প্রায় পাঁচ শতাব্দী পূর্বে অটোম্যান সাম্রাজ্যোর মাঝামাঝি সময়ে হুবহু এই মসজিদটি নির্মিত হয়। রমজান উপলক্ষে অপরূপ সাজে সেজেছে ঐতিহাসিক এই মসজিদটি।
ছবিতে যে কুঁড়ে ঘরটি দেখা যাচ্ছে- সেটি একটি মসজিদ। অফ্রিকার দেশ শাদের বঙ্গোর শহর থেকে ষাট মাইল দূরে অবস্থিত। আধুনিক সভ্যতার সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। প্রত্যন্ত গ্রামের মসজিদটি প্রথম দেখাতে কারো দৃষ্টি আকর্ষণ না করলেও মসজিদের কার্যক্রম শুনলে পিলে চমকে উঠবে যেকোনো শ্রোতার। অঁজপাড়া গাঁয়ের এই মসজিদ থেকে প্রতি বছর ২০০ তালেবে ইলম হিফজুল কোরআন সমাপ্ত করে।
আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের একটি ইসলামিক সেন্টারে সামাজিক দূরত্ব মেনে তারাবির নামাজ আদায়ের দৃশ্য।
ইমামের সুললিত কণ্ঠে কোরআনের তিলাওয়াত ও মুসল্লিদের হৃদয়ের তপ্ত আহবানে প্রতিদিন মসজিদে নববিতে এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয় সালাতুত তারাবিতে।
ইউরোপের দেশ মেসিডোনিয়ার মুসলিম ছাত্রীদের জন্য রমজান উপলক্ষে ‘ইসলাম ও জীবন’ বিষয়ক বিশেষ কোর্সের কার্যক্রম।
মেসিডোনিয়ার উত্তর-পশ্চিমে অবস্থিত তাতুভা প্রদেশের ঈসা বেগ মাধ্যমিক ইসলামিক স্কুল এই কোর্সের আয়োজন করে। স্থানীয় একটি মসজিদে কোর্সটি পরিচালিত হয়। প্রতিদিন জোহরের পর শুরু হয়ে আছর পর্যন্ত চলে। কোর্স কো-অর্ডিনেটর হিসেবে আছে তাদের শিক্ষিকা জয়নব আদিলী।
তুর্কি নরীদের প্রশংসনীয় উদ্যোগে নির্মিত হয় এই মসজিদ। তুরস্কের বুরসা প্রদেশের ওড়হানলি জেলার ‘বাশকায়া’গ্রামের এই মসজিদটি ক্ষতিগ্রস্থ হওয়ার পর দেড় মিলিয়ন লিরায় পুননির্মাণ করে ২৬ এপ্রিল উদ্বোধন হয়। গ্রামের সব নারী দিনের একটি নির্দিষ্ট সময়ে একত্রিত হয়ে কয়েকটি বেকারী প্রায় সব অর্ডার তৈরি করত। বিনিময় স্বরূপ প্রাপ্ত সব লিরা একত্রে জমা করত। জমানো টাকা থেকে এক বিলিয়ন লিরা তারা দান করে এই মসজিদ নির্মাণ।
জার্মানির সেট্রাল মসজিদে দরসুল কোরআনে মুসল্লিদের একাংশ। রমজানে সারাবিশ্বের মুসলিমদের মতো জার্মান মুসলিমরাও কোরআন নিয়ে মগ্ন থাকেন।
গতকাল ছিল তুরস্কের ‘জাতিয় শিশু ও সার্বভৌমত্ব রক্ষা দিবস’। দিবসটি উদযাপন উপলক্ষে তুর্কি রাষ্ট্রপতি ও তার স্ত্রী শিশুদের নিয়ে ইফতারের টেবিলে মিলিত হয়।
অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলস অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী গ্ল্যাডিস প্রিজিক্লিয়ান। অঙ্গরাজ্যটির মুসলিম সোসাইটির জন্য ইফতার পার্টি আয়োজন করেন তিনি। মুখ্যমন্ত্রীকে আগত মুসলিমদের সঙ্গে মতবিনিময় করতে দেখা যাচ্ছে।
স্পেনের বার্সালোনা শহরের সান্তা আনা গির্জায় স্বেব্ছাসেবকরা রোজাদারদের জন্য ইফতার তৈরি করছে।
অবরুদ্ধ গাজার যুবক হাইছাম নাছির। ইসরাইলি আগ্রাসন প্রতিরোধে ডান পা হারিয়েছেন। বর্তমানে বাম পা ও লাঠির ওপর নির্ভর করে তার চলাফেরা। পরিবারের জন্য সাধ্যমতো উপার্জন করেন। নিচের ছবিতে সেহরির সময় রোজাদারতে ঘুম ভাঙাতে দেখা যাচ্ছে তাকে।
নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডাম। সেখানে ডাচ মুসলিম নারীরা রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করেন। সেই উপলক্ষে চলছে তাদের ইফতার তৈরির কর্মসূচি।
বলকান অঞ্চলের মন্টিনিগ্রো প্রজাতন্ত্রের একটি মসজিদে গতকাল তারাবির পর তেলাওয়াতকৃত কোরআনের চম্বুকাংশের ব্যাখ্যা তুলে ধরছে ইমাম সাহেব।