হ্যাকড হয়েছে শায়খুল হাদিস পরিষদ-এর ফেসবুক অ্যাকাউন্ট। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন শায়খুল হাদিস পরিষদের সহ-সাধারণ সম্পাদক মাওলানা এহসানুল হক।

বৃহস্পতিবার (২৩ মে) এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, ‘শায়খুল হাদীস পরিষদের আইডি হ্যাকড হয়েছে। কেউ বিভ্রান্ত না হই। দ্রুতই উদ্ধারের চেষ্টা চলছে’।

তিনি ঢাকা পোস্টকে জানিয়েছেন, ‘ঘণ্টা দুয়েক আগে অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছে। কে বা কারা হ্যাকড করেছে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। হ্যাকাদের উদ্দেশ্য কী তাও এখনো বুঝতে পারছি না’। 

‘অ্যাকাউন্ট হ্যাকড করার পরে এখন পর্যন্ত চূড়ান্ত আপত্তিকর কিছু আপলোড করা না হলেও এমন কিছু পোস্ট করা হয়েছে যা আইডির সঙ্গে মাননসই নয়। তবে হ্যাকাররা পরবর্তীতে কেমন কন্টেন্ট আপলোড করে তা নিয়ে আমরা শঙ্কিত’।

‘আমরা অ্যাকাউন্ট উদ্ধারে পরিচিত আইটি বিশেষজ্ঞদের সহায়তা গ্রহণ করছি’।

প্রসঙ্গত, শায়খুল হাদিস পরিষদ একটি অরাজনৈতিক প্লাটফরম। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. ও বাংলাদেশের অনুসরণীয় আলেমদের জীবন-কর্ম নিয়ে কাজ করে সংগঠনটি। এছাড়াও আলেম ও সাধারণ মুসলমানদের আত্মশুদ্ধি বিষয়েও কাজ করে থাকে শায়খুল হাদিস পরিষদ।

এনটি