আল্লাহর ওপর ভরসা ও অত্যাচার থেকে মুক্তির দোয়া
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা মানুষের জীবন বিধান বর্ণনা করেছেন। তাদের বর্তমান এবং পরকালীন জীবনের সুখ-সমৃদ্ধির পদ্ধতি জানিয়ে দিয়েছেন। কীভাবে মানুষ দুনিয়া ও আখেরাতে সফল হবে তা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে সবিস্তারে।
কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তায়ালা মানুষ তার কাছে চাওয়ার দোয়া করার বিভিন্ন ধরন-পদ্ধতি শিখিয়েছেন। এখানে কোরআনের সূরা মুমতাহিনায় বর্ণিত আল্লাহর ওপর ভরসা ও অত্যাচার থেকে মুক্তির একটি দোয়া তুলে ধরা হলো—
বিজ্ঞাপন
رَبَّنَا عَلَیۡکَ تَوَکَّلۡنَا وَ اِلَیۡکَ اَنَبۡنَا وَ اِلَیۡکَ الۡمَصِیۡرُ رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَۃً لِّلَّذِیۡنَ کَفَرُوۡا وَ اغۡفِرۡ لَنَا رَبَّنَا ۚ اِنَّکَ اَنۡتَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ
উচ্চারণ : রাব্বানা আলাইকা তাওয়াক্কাল না, ওয়াইলাকা আনাবনা, ওয়াইলাইকাল মাছির, রাব্বানা লা-তাজআলনা- ফিতনাতান- লিল্লাযিনা কাফারু, ওয়াগফিলানা রাব্বানা, ইন্নাকা আংতাল আঝিঝুল হাকিম।
আরও পড়ুন
অর্থ : হে আমাদের প্রতিপালক, আমরা আপনার ওপরই ভরসা করি, আপনারই অভিমুখী হই আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে।
হে আমাদের রব, আপনি আমাদেরকে কাফিরদের উৎপীড়নের পাত্র বানাবেন না। হে আমাদের রব, আপনি আমাদের ক্ষমা করে দিন। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। (সূরা আল-মুমতাহিনা, আয়াত : ৪-৫)