ইসলামে যশ-খ্যাতি থেকে দূরে থাকার গুরুত্ব
যশ-খ্যাতি মানুষের জীবনে কল্যাণ বয়ে আনে না। অধিকাংশ সময়েই তা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। হজরত আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেছেন,... নিজের অস্তিত্বকে বাড়িয়ে উপস্থাপন করো না- যেন মানুষ তোমাকে চিনে ফেলে এবং স্মরণ করে, বরং নিজেকে গোপন করো এবং চুপ থাকো। এতে মুক্তি নিহিত রয়েছে। ধার্মিক লোকেরা তোমার প্রতি সন্তুষ্ট থাকবে এবং পাপাচারীরা জ্বলে পুড়ে মরবে।
হজরত ইবরাহিম আদহাম রহিমাহুল্লাহ বলেছেন, যে খ্যাতিকে ভালো মনে করে সে আল্লাহ তায়ালাকে চিনে না।
বিজ্ঞাপন
হজরত আইউব সখতিয়ানি রহিমাহুল্লাহ বলেন, যে পর্যন্ত কেউ মানুষের কাছে অজ্ঞাত থাকাকে পছন্দ না করে সে পর্যন্ত আল্লাহ তায়ালার সত্যায়ন হয় না। খালেদ ইবনে মেদানের ওয়াজের মজলিসে যখন অনেক উপস্থিত হয়ে যেতো তখন তিনি খ্যাতির ভয়ে মজলিস থেকে উঠে চলে যেতেন।
আবুল আলিয়া নামক এক মুসলিম মনীষীর কাছে তিনজনের বেশি মানুষের সমাগম হলে তিনি সেখান থেকে সরে যেতেন।
বিখ্যাত সাহাবি হজরত তালহা রাদিয়াল্লাহু তায়ালা আনহু একবার দেখলেন তার সঙ্গে প্রায় ১০জন মানুষ হেঁটে যাচ্ছে। তিনি বললেন, এরা লালসার মাছি এবং দোজখের ফড়িং।
আরও পড়ুন
হজরত সুলাইমান ইবনে হানজালা রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, আমরা একবার হজরত উবাই ইবনে কাবের পেছনে পেছনে যাচ্ছিলাম। এ সময় হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তায়ালা আনহুর দৃষ্টি তার ওপর পড়লো। তিনি দোররা নিয়ে তেড়ে আসলেন তার দিকে। হজরত কাব রাদিয়াল্লাহু তায়ালা আনহু তখন এর কারণ জানতে চাইলেন। তিনি তখন বললেন, তুমি যেভাবে সাড়ম্বরে চলাফেরা করছো, সেটা তাবেয়ীদের জন্য ভ্রষ্টতার পথ এবং তোমার জন্য পরীক্ষা।
হজরত হাসান রাদিল্লাহু তায়ালা আনহু বলেছেন, হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তায়ালা আনহু একদিন ঘর থেকে বের হলেন। অনেকেই তার পেছনে চলতে লাগল ৷ তিনি তাদেরকে বললেন, তোমরা আমার পেছনে আসছো কেন? আল্লাহর কসম, যে কারণে আমি আমার ঘরের দরজা বন্ধ রাখি, তা যদি তোমাদের জানা হয়ে যায়, তবে দুজন মানুষও আমার সঙ্গে চলবে না।
হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-যে ব্যক্তি দুনিয়াতে সুখ্যাতি ও প্রদর্শনীর পোশাক পরবে আল্লাহ তায়ালা কেয়ামতের দিন তাকে লাঞ্ছনার পোশাক পরাবেন। (মুসনাদে আহমদ, হাদিস, ৬২৪৫; সুনানে আবু দাউদ, হাদিস, ৪০২৫)
হজরত হাসান রাদিয়াল্লাহু তায়ালা আনহু একদিন বাড়ি থেকে বের হলে কিছু লোকজন তার পেছনে চলতে লাগল। তিনি বললেন, আমার কাছে কোন প্রয়োজন থাকলে ভাল, নতুবা আশ্চর্য নয় যে, এ পিছনে চলা ঈমানদারদের অন্তরে কিছু অবশিষ্ট রাখবে না। অর্থাৎ এতে আল্লাহর মারেফত বিলুপ্ত হয়ে যাওয়ার আশংকা রয়েছে।
ইবনে মাজরিয নামের এক মুসলিম মনীষী বলেছেন, এমনভাবে চলাফেরা করবে যেন তুমি অপরকে চিনবে, কিন্তু কেউ তোমাকে চিনবে না। পথ চলার সময় কেউ যেন তোমার সঙ্গে না থাকে।
(ইহইয়াউ উলুমিদ্দীন, ৪র্থ খণ্ড, ১৬)
এনটি