প্রতীকী ছবি

মানবজীবনের সব ক্ষেত্রে ইসলামের বিধি-বিধান পরিব্যাপ্ত। জীবনের খুঁটিনাটি থেকে বৃহৎ— প্রত্যেকটি কিছুর বর্ণনা ও সমাধান রয়েছে ইসলামে। কারণ, ইসলাম আল্লাহ কর্তৃক মানুষের জন্য মনোনীত জীবনব্যবস্থা। ফলে ইসলামের প্রতিটি বিষয় জীবনঘনিষ্ঠ বা জীবনের সঙ্গে জড়িত। আর এর থেকে বাদ যায়নি প্রস্রাব-পায়খানার মতো একান্ত ব্যক্তিগত বিষয়ও।

আল্লাহর রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘আমি তোমাদের জন্য পিতার মতো। আমি তোমাদের সব কিছু শিক্ষা দিয়ে থাকি। তোমরা প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে কেবলাকে সামনে বা পেছনে দিয়ে বসবে না। ডান হাত দিয়ে শৌচকার্য সম্পাদন করবে না।’ তিনি তিনটি ঢিলা ব্যবহারের নির্দেশ দিতেন এবং গোবর ও হাড্ডি দ্বারা ঢিলা করা থেকে বারণ করতেন। (আবু দাউদ, হাদিস, ০৭)

উল্লিখিত হাদিসে বর্ণিত নির্দেশনা ছাড়াও প্রস্রাব-পায়খানার নির্দিষ্ট আদব ও শিষ্টাচার রয়েছে, এর মধ্যে একটি হলো- মাথায় টুপি দেওয়া বা কোনো কাপড় রাখা। কারণ, টুপি বা কোনো কাপড় ইত্যাদি দ্বারা মাথা ঢেকে টয়লেটে যাওয়া উত্তম। একটি মুরসাল হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে (ইস্তিঞ্জাখানায়) প্রবেশের সময় জুতা পরিধান করতেন এবং মাথা ঢেকে নিতেন। (আস সুনানুল কুবরা, বায়হাকি : ১/৯৬)। 

খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তায়ালা আনহু ও অন্য সাহাবিরাও এই আমল করতেন। তাই প্রত্যেকের কর্তব্য, টয়লেটে প্রবেশের সময় মাথা ঢেকে রাখা। টুপি-রুমাল বা অন্য যেকোনো জিনিস ব্যবহার করা যেতে পারে। (মুসান্নাফ ইবনে আবি শায়বা : ২/৪৪; আলবাহরুর রায়েক : ১/২৪৩; রদ্দুল মুহতার : ১/৩৪৫; ইলাউস সুনান : ১/৪৪৯)

এনটি