ফাইল ছবি

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে শুরু হয়েছে ইসলামি বইমেলা। পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হওয়া এই মেলা চলবে মাসব্যাপী। ২৭ সেপ্টেম্বর মেলা উদ্বোধন করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। 

এখনো জমে ওঠেনি এবারের ইসলামি বইমেলা। তবে গতকাল শুক্রবার (০৬ অক্টোবর) ভারী বৃষ্টি উপেক্ষা করে মেলায় পাঠক সমাগম ছিলো চোখে পড়ার মতো। বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচনও হয়েছে বৃষ্টিভেজা ছুটির দিনে।

এখনো পুরো মেলা জমে না উঠলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় লেখক পাঠকের সমাগম বাড়বে বলে প্রত্যাশা করছেন প্রকাশক সংশ্লিষ্টরা।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে বইমেলা। পাঠকের চাহিদার কথা মাথায় রেখে বাড়তি ছাড়ে বই বিক্রি করছে স্টলগুলো। অনেক স্টল সৌজন্য উপহারও প্রদান করছে পাঠকদের। অনেকেই আবার আয়োজন করেছেন সিরাত (সা.)-এর ওপর কুইজ প্রতিযোগিতা। সেই সঙ্গে প্রশস্ত জায়গা এবং সুন্দর পরিবেশ থাকায় পাঠকরা বেশ সময় নিয়ে বই দেখতে ও পড়তে পারছেন বলেও জানা যায়।

এবারের মেলায় অংশ নিয়েছে ইসলামি ধারার অর্ধশতাধিক প্রকাশনী। কোরআন, হাদিস, তাফসির, ইসলামের ইতিহাস, জীবনীগ্রন্থ, সাহিত্যসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন বই স্থান পেয়েছে। এ ছাড়া মেলায় হ্যান্ডিক্রাফটস ও ইসলামি ক্যালিগ্রাফিও পাওয়া যাচ্ছে। 

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অনেক আগে থেকেই প্রতি বছর মেলার আয়োজন হয়ে থাকলেও যথেষ্ট প্রচার-প্রচারণা এবং মূলধারার ইসলামি প্রকাশনাগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না থাকায় ততটা জনপ্রিয় হয়ে ওঠেনি। তবে গত কয়েক বছর ধরে ইসলামি ঘরানার কিছু তারকা ব্যক্তিত্বের সবর উপস্থিতি এবং ইসলামি ধারার লেখকদের বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনের কারণে মেলা বেশ জমে ওঠে।

এনটি