প্রতীকী ছবি

আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু তায়ালা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সব কাজে (যেমন) অজু করা, মাথা আঁচড়ানো ও জুতা পরা (প্রভৃতি ভাল) কাজে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন।’  (বুখারি ও মুসলিম)।

এই হাদিসে আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু তায়ালা আনহা যেকোনো কাজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় অভ্যাস সম্পর্কে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, রাসূলের অভ্যাস ছিলো- জুতা পরিধান করা, চুল আচড়ানো ও ছড়ানো এবং অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনসহ সব কাজেই তিনি ডানকে পছন্দ করতেন।

এ ধরনের আরও কাজ, যেমন- জামা, পায়জামা পরিধান করা, ঘুমাতে যাওয়া, খাওয়া, পান করা ইত্যাদি- এগুলো সবই হলো ভালো কাজ এবং এতে বামের  পরিবর্তে ডানকে প্রাধান্য দেখানোই উত্তম। আর যে সব কাজ ঘৃণিত তার ক্ষেত্রে উত্তম হলো বামকে অগ্রাধিকার দেওয়া। 

এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন এবং মন্দ কাজের ক্ষেত্রে ডান হাত ব্যবহার করতে নিষেধ করেছেন। কারণ, ডান হলো পবিত্র জিনিসের জন্য আর বাম হলো অন্য কিছুর জন্য। 

এনটি