বাংলাদেশের কারী আযহারীকে কোরআন উপহার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকে পবিত্র কোরআনের কপি উপহার পেয়েছেন বাংলাদেশের কারী, ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা’র (ইক্বরা) প্রেসিডেন্ট ও ‘মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ’র পরিচালক শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক ইসলামিক কালচারাল সেন্টারে আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকে শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারীকে এই উপহার দেওয়া হয়। তাকে উপহার দেওয়া পবিত্র কোরআনের এই প্রতিলিপিটি মালয়েশিয়ার সরকারিভাবে ছাপা প্রতিলিপিগুলোর একটি।
বিজ্ঞাপন
‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা’ ও ‘মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ’র সংশ্লিষ্ট সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও শায়খ আযহারী ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পেজে এ সংক্রান্ত বেশ কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে।
জাতিসঙ্ঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ইসলামিক কালচারাল সেন্টারে পবিত্র জুমার নামাজ আদায় করেন তিনি।
শনিবার (২৩ সেপ্টেম্বর) মালয় মেইলের সূত্রে জানা গেছে, এদিন জুমার নামাজের আগে খুতবাও প্রদান করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আর এর আগে সেখানে জুমার নামাজের আজান দেন যুক্তরাষ্ট্রে সফররত বিশ্বখ্যাত বাংলাদেশী কারী শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী। এ সময় তিনি পবিত্র কোরআনে কারিমও তেলাওয়াত করেন। পরে মসজিদের ইমাম সাদ জালোহর ইমামিতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
এদিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, বাংলাদেশের কারী শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী ও অন্যান্য মুসলিম ব্যক্তিদের আগমনে নিউইয়র্ক ইসলামিক কালচারাল সেন্টারে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এই দুই বিশেষ অতিথিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায় স্থানীয় মুসলিম কমিউনিটি। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও শায়খ আযহারী ভালোবাসার নিদর্শন স্বরূপ পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন।
আনন্দঘন পরিবেশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের শায়খ আযহারীকে নিজের পক্ষ থেকে তার দেশে সরকারিভাবে ছাপা পবিত্র কোরআনের একটি বিশেষ প্রতিলিপি হাদিয়া দেন।
জুমার নামাজ শেষে নিউইয়র্ক ইসলামিক কালচারাল সেন্টারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন অ্যান্ড্রু ভিনালস নামে এক স্প্যানিশ নাগরিক।
এনটি