প্রতীকী ছবি

হজরত আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমরা তিনজন একসঙ্গে থাকবে, তখন যেন দু’জন লোক অন্য একজনকে বাদ রেখে গোপনে কথা না বলে। তবে তোমরা অনেক মানুষের সাথে একাকার হয়ে গেলে ভিন্ন কথা। কারণ তৃতীয় জনকে বাদ দিয়ে গোপন পরামর্শ করলে তা ওই ব্যক্তিকে ব্যথিত করবে।’  -(সহিহ বুখারী; সহিহ মুসলিম; মিশকাত, হাদীস, ৪৯৬৫)।

হাদিসের ব্যাখায় বলা হয়েছে, ইসলাম অন্তরের কষ্ট দূর করা, ভালো ব্যবহার ও সুন্দর কথা-বার্তা বলার নির্দেশ দেয়। আর যে সব কাজ একজন মুসলিম ভাইকে কষ্ট দেয়, আতঙ্কিত করে এবং কু-ধারণা সৃষ্টি করে, এমন কাজ করতে ইসলাম নিষেধ করে। 

এমন নিষিদ্ধ কাজগুলোর একটি হলো, যখন তিনজন একসঙ্গে থাকবে, তখন যদি একজনকে বাদ দিয়ে অপর দুইজন কানাকানি করে এবং চুপিসারে কথা বলে, তখন সঙ্গে থাকা তৃতীয় ব্যক্তি কষ্ট পাবে, চিন্তিত হবে এবং সে এই আলোচনায় তাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উপযুক্ত নয় বলে নিজেকে ছোট ভাববে, মন খারাপ করবে। এছাড়াও সে নিজেকে একা ও নিঃসঙ্গ অনুভব করবে। তাই ইসলাম এ ধরনের কানাঘুষা করতে নিষেধ করেছে।

হাদিসে তিনজনের কথা বলা হলেও চারজন পাঁচজন বা একাধিক লোক কোথাও থাকলে কোনো একজনকে রেখে এভাবে কথা বলা ঠিক নয় যাতে করে তিনি কষ্ট পান।

এনটি