ইবরাহিম আ.-এর সহীফায় যেভাবে উপদেশ দেওয়া হতো
আল্লাহ তায়ালা যুগে যুগে নবী-রাসুলদের কাছে জিবরাঈল আলাইহিস সালামের মাধ্যমে অনেক আসমানি কিতাব প্রেরণ করেছেন। এর মধ্যে ১০৪টি আসমানি গ্রন্থ বিখ্যাত। এগুলোর মধ্যে ৪টি কিতাব অর্থাৎ বড় গ্রন্থ, আর ১০০টি রিসালা বা সহীফা অর্থাৎ পুস্তিকা বা ছোট বই।
প্রসিদ্ধ চারটি কিতাব হলো তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন। এর মধ্যে তাওরাত দেওয়া হয়েছিলো হজরত মুসা (আ.)-কে। জাবুর দেওয়া হয়েছিলো হজরত দাউদ আ.-কে। ইঞ্জিল দান করা হয়েছে হজরত ঈসা আ.-কে এবং ধর্মগ্রন্থ হিসেবে কোরআন দেওয়া হয়েছে সর্বশেষ নবী আল্লাহর হাবীব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
বিজ্ঞাপন
ইবরাহিম আলাইহিস সালামের সহীফা
সবগুলো কিতাবে আল্লাহ তায়ালার একত্ববাদ ও সত্য দ্বীনের পথে অবিচল থাকার আহ্বান করা হয়েছে। আল্লাহর খলিল হজরত ইবরাহিম আলাইহিস সালামের ওপর অবতীর্ণ হয়েছে সহীফা, এতেও আল্লাহ তায়ালা মানবজাতিকে তাওহীদের দিকে আহ্বান করেছেন।
হজরত আবু জর গিফারী রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইবরাহিম আ.-এর সহীফা কেমন ছিল? এর উত্তরে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সহীফায় শিক্ষণীয় দৃষ্টান্ত বর্ণিত হয়েছিলো।
অত্যাচারী শাসকের প্রতি সতর্কবার্তা
একটি দৃষ্টান্তে অত্যাচারী এক শাসককে সম্বোধন করে বলা হয়েছে, নিজেকে নিয়ে অহংকার করা হে ভূঁইফোঁড় শাসক!
সাধারণ মানুষের প্রতি উপদেশ
আরেকটি দৃষ্টান্তে সাধারণ মানুষকে সম্বোধন করে বলা হয়েছে, বুদ্ধিমানের কাজ হলো- নিজের সময়কে তিনভাগে ভাগ করা।
- একভাগ সময় তার পালনকর্তার ইবাদত ও তার সঙ্গে মুনাজাতের জন্য ব্যয় করা উচিত।
- আরেক ভাগ সময়, আত্মসমালোচনা ও আল্লাহর মহাশক্তি এবং তার সৃষ্টি-নৈপূণ্য সম্পর্কে চিন্তা-ভাবনা করার জন্য ব্যয় করা উচিত।
- তৃতীয় ভাগ নিজের জীবিকা উপার্জন ও স্বাভাবিক প্রয়োজন মেটানোর জন্য ব্যয় করো।
আরও বলা হয়েছে, বুদ্ধিমান ব্যক্তির জন্য অপরিহার্য হলো- সে সমসাময়িক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিফহাল থাকবে, উদ্দিষ্ট কাজে নিয়োজিত থাকবে এবং জিহ্বার হেফাজত করবে। যে ব্যক্তি নিজের কথাকে নিজের কাজ মনে করবে তার কথা খুবই কম হবে এবং শুধু জরুরি বিষয়ে সীমাবদ্ধ থাকবে। (তাফসিরে মাআরিফুল কোরআন, ৮ম খণ্ড, ৭৫৮, সূরা আলা, আয়াত, ১৯)