প্রতীকী ছবি

মানত হলো নিজের ওপর কোনো ভালো কাজ আবশ্যক করে নেওয়া। ইসলামপূর্ব আরব সমাজে মানতের প্রচলন ছিল। পৃথিবীর প্রায় সব প্রাচীন ধর্মে মানতের অস্তিত্ব পাওয়া যায়। শরিয়ত মানতকে বৈধ বললেও তাকে নিরুৎসাহ করেছে।

তবে কেউ মান্নত করে ফেললে, তার জন্য সেটা পূর্ণ করা ওয়াজিব। পবিত্র কোরআন-হাদিসে মান্নত পূর্ণ করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে। কোরআন মজিদে সৎলোকদের বর্ণনায় বলা হয়েছে, ‘তারা মান্নত করার পর তা পূর্ণ করে। (সুরা দাহর, আয়াত :  ০৭)

রাসুল (সা.) বলেন, ‘কেউ যদি আল্লাহ তাআলার আনুগত্যের মান্নত করে, তাহলে সে যেন সেটা করে।’ (বুখারি, হাদিস : ৬৬৯৬)

হাদিসে যে মান্নত পূর্ণ করার কথা এসেছে, তা হচ্ছে ভালো কাজের মান্নত। কোনো গুনাহের কাজের মান্নত নয়। গুনাহের কাজের মান্নত করা সম্পূর্ণ হারাম; তা পূর্ণ করাও হারাম। হাদিসে রাসুল (সা.) বলেন, ‘আর যে কোনো গুনাহের মান্নত করল, সে যেন গুনাহটি না করে। (বুখারি, হাদিস : ৬৬৯৬)

মানত পূরণের জন্য কেউ একজনকে পুরো মানতের বিষয়টি দান করতে পারবে কিনা এ নিয়ে সন্দেহ জাগে অনেকের মনে। যেমন একজন জানতে চেয়েছেন-

‘কিছুদিন আগে আমি চাকরির জন্য একটি পরীক্ষায় অংশগ্রহণ করি। তখন আমি মান্নত করেছিলাম, যদি আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হই তাহলে বিশ হাজার টাকা গরীব-মিসকীনদেরকে সদকা করব। এরপর আলহামদু লিল্লাহ আমি পরীক্ষায় উত্তীর্ণ হই। এদিকে আমার এক প্রতিবেশী আছে, যে খুবই দরিদ্র ও সৎলোক। হঠাৎ সে একটি রোগে আক্রান্ত হয়ে গেছে। এখন তার বেশ কিছু টাকার প্রয়োজন। তাই আমি চাচ্ছি, মান্নতের বিশ হাজার টাকা পুরোটাই তাকে দিয়ে দেব।

এখন জানতে চাই, আমি যদি কেবল এই একজনকেই পুরো টাকাটা দিয়ে দেই তাহলে কি আমার মান্নত পুরা হবে? অন্যথায় কমপক্ষে কতজন গরীব-মিসকিনের মাঝে উক্ত টাকা বিলাতে হবে’?

আলেমরা এর উত্তরে বলেন, প্রশ্নোক্ত ক্ষেত্রে মান্নতের বিশ হাজার টাকা একজন গরীবকে দিয়ে দিলেও মান্নত পুরা হয়ে যাবে। কেননা নির্দিষ্ট পরিমাণ অর্থ বা বস্তু একাধিক গরীবকে দেওয়ার মান্নত করলেও ওই পরিমাণ একজন গরীবকে দিয়ে দিলেও মান্নত আদায় হয়ে যায়।

-(উয়ূনুল মাসায়িল, পৃ. ৪৩; বাদায়েউস সানায়ে ৪/২৩৫; আলমুহীতুর রাযাবী ৪/৫৪০; ফাতাওয়া তাতারখানিয়া ৬/২৮৫ ও ২৮৭; আল কাউসার অনলাইন, ৬১৯৯, ফতোয়া, আলবাহরুর রায়েক ৪/২৯৬; রদ্দুল মুহতার ৩/৭৪১)

প্রশ্নটি করেছেন : বেলাল - নেত্রকোণা থেকে

ঢাকা পোস্টের ইসলাম পাতায় আপনিও লিখতে পারেন। জীবনঘনিষ্ঠ প্রশ্ন ও বিষয়ভিত্তিক প্রবন্ধ-নিবন্ধ পাঠাতে মেইল করুন: dhakapostislam@gmail.com

এনটি