রমজানের শেষ জুমায় যেভাবে আমল করবেন
রমজানের শেষ জুমা গুরুত্বপূর্ণ দিনগুলোর অন্যতম। একে তো হচ্ছে মাহে রমজানের শেষ জুমা, দ্বিতীয়ত তা হচ্ছে রমজানের শেষ দশকে, যার রয়েছে অনন্য ফজিলত। তাই বিদায়ী জুমার আলাদা গুরুত্ব ও তাৎপর্য বহন করে।
রমজানের শেষ জুমা প্রত্যেক মুসলমানের মুহাসাবা তথা আত্মমূল্যায়নের দিন। কারণ, রমজান হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। রমজান রাসুল (সা.)-এর ভাষ্য অনুযায়ী সহমর্মিতা ও সবরের মাস। রমজানের এই গুণ ও বৈশিষ্ট্যগুলো কতটুকু অর্জন করতে পেরেছি, তা ভেবে দেখা দরকার।
বিজ্ঞাপন
বিদায়ী জুমায় এসে সবার করণীয় হলো, নিজেদের আমলের হিসাব গ্রহণ করা। কেননা হজরত আবু ইয়ালা শাদ্দাদ ইবন আওস (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) ইরশাদ করেছেন, ‘বুদ্ধিমান সে ব্যক্তি, যে তার নফসের প্রবৃত্তির হিসাব গ্রহণ তথা আত্মপর্যালোচনা করে এবং মৃত্যু-পরবর্তী জীবনের জন্য (নেক) কাজ করে। আর দুর্বল সে ব্যক্তি, যে স্বীয় নফসের কু-প্রবৃত্তির অনুসরণ করে, আবার আল্লাহর কাছেও (ভালো কিছু প্রাপ্তির) আকাঙ্ক্ষা পোষণ করে।’ (তিরমিজি : ২৪৫৯; মুজামুল কাবীর : ৬৯৯৫)
এছাড়াও এদিন আল্লাহর কাছে প্রত্যেক মুমিনের বেশি বেশি তওবা ও ক্ষমা প্রার্থনা করা উচিত। কারণ তওবা সফলতার চাবিকাঠি। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই তওবা করো, যাতে তোমরা সফলকাম হতে পার। (সুরা : আন-নুর, আয়াত : ৩১)
তাই, রমজানের এই শেষ দিকে এসে সবার উচিত, গুনাহ মাফের জন্য তওবা করা, পাশাপাশি নবীজির শানে দুরুদ পাঠ করা, সুরা কাহফ তেলাওয়াত করা। সেই সঙ্গে লাইলাতুল কদরের প্রতিও বেশি গুরুত্বশীল হওয়া। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বিদায়ী জুমার বিশেষ গুরুত্ব অনুধাবন করে রমজানের পূর্ণ ফজিলত লাভ করার তাওফিক দান করুন।