প্রতীকী ছবি

পবিত্র কোরআনের ৯৭ তম সূরা কদর। এর আয়াত সংখ্যা ৫ টি এবং এর রুকুর সংখ্যা ১টি। এই সূরার শানে নুজুল সম্পর্কে হজরত ইবনে আবী হাতেম -এর রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনী-ইসরাঈলের জনৈক মুজাহিদ সম্পর্কে আলোচনা করলেন।

সে এক হাজার মাস পর্যন্ত অবিরাম জিহাদে মশগুল থাকে এবং কখনও অস্ত্র সংবরণ করেনি। মুসলমানগণ একথা শুনে বিস্মিত হলে এ সূরা কদর অবতীর্ণ হয়। এতে এ উম্মতের জন্যে শুধু এক রাতের ইবাদতই সে মুজাহিদের এক হাজার মাসের এবাদত অপেক্ষা শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়েছে। 

ইবনে জরীর অপর একটি ঘটনা এভাবে উল্লেখ করেছেন যে, বনী-ইসরাঈলের জনৈক ইবাদতকারী পুরো রাত ইবাদতে মশগুল থাকত ও সকাল থেকে জিহাদের জন্য বের হয়ে যেত এবং সারাদিন জিহাদে লিপ্ত থাকত। সে এক হাজার মাস এভাবে কাটিয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতেই আল্লাহ্‌ তায়ালা সূরা-কদর নাজিল করে এ উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এ থেকে আরও প্রতীয়মান হয় যে, শবে-কদর উম্মতে মুহাম্মদীরই বৈশিষ্ট্য। (ইবনে আবী হাতেম এবং ইবনে জরীর , মাযহারী)

এ সূরায় যা বলা হয়েছে-

 ○إِنَّآ أَنزَلْنَٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِ    

উচ্চারণ : ইন্নাআনঝালনা-হু ফী লাইলাতিল কাদর।

অর্থ :  নিঃসন্দেহ আমি এটি অবতরণ করেছি মহিমান্বিত রজনীতে।

○وَمَآ أَدْرَىٰكَ مَا لَيْلَةُ ٱلْقَدْرِ

উচ্চারণ : ওয়ামাআদরা-কা-মা-লাইলাতুল কাদর।

অর্থ : শবে-কদর (মহিমান্বিত রাত) সমন্ধে আপনি কি জানেন?


○لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ

উচ্চারণ : লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর।

অর্থ :  শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।

○تَنَزَّلُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ

উচ্চারণ :তানাঝঝালুল মালাইকাতুওয়াররুহু ফীহা-বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর।

এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।

○سَلَٰمٌ هِىَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِ    

উচ্চারণ :ছালা-মুন হিয়া হাত্তা-মাতলা‘ইল ফাজর।

অর্থ : (এ রাতে বিরাজ করে) শান্তি আর শান্তি- ফজর উদয় হওয়া পর্যন্ত।