নববর্ষ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের দোয়া মাহফিল
বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করেছে ইসলামিক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এদিন আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. সাইয়্যেদ আব্দুল্লাহ আল মারুফ। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ড. সৈয়দ শাহ এমরানসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিগণ। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। মুনাজাতে নতুন বছরে দেশের জন্য শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
এআর/এমজে