৭০ বছর ধরে মসজিদের মুয়াজ্জিন যিনি
৭০ বছরের বেশি সময় ধরে মসজিদে আজান দিয়ে আসছেন সৌদি আরবের মুয়াজ্জিন আলী বিন মুহাম্মাদ আল গামেদি। দেশটির প্রবীণ মুয়াজ্জিনদের একজন তিনি। অনেকেই তাকে বিশেষ মর্যাদার চোখে দেখেন। আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, মুয়াজ্জিন আলী বিন মুহাম্মাদ আল গামেদির বয়স প্রায় ৯০ বছর। মসজিদের সেবায় তার জীবনের বেশির ভাগ সময় কেটে গেছে। তিনি সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বাহা অঞ্চলে অবস্থিত একটি মসজিদে কয়েক যুগ ধরে আজান দিচ্ছেন।
বিজ্ঞাপন
গালফ নিউজের তথ্যমতে, আল গামেদি প্রতিদিন নিজেই গাড়ি চালিয়ে মসজিদের যান এবং সবার আগে তিনি মসজিদের দরজা খুলেন, এবং সেখানে সবার আগে নামাজ পড়েন।
আল গামেদি আরব মিডিয়ার সঙ্গে কথোপোকথনের সময় বলেন, আমি আমার বাবার কাছ থেকে আজান দেওয়া শিখেছি, মসজিদে যাওয়া, আজান দেওয়া এবং নামাজ পড়া সব সময় আমার পছন্দের কাজ।