রমজানের প্রথম দশকে মসজিদুল হারামে কোরআনের ৩০ হাজার কপি বিতরণ
সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র মসজিদুল হারামে রমজানের প্রথম দশকে কোরআনের ৩০ হাজারের বেশি কপি বিতরণ করা হয়েছে। হারামাইন শরিফাইনের পাবলিক প্রেসিডেন্সির কোরআন বিষয়ক বিভাগের পরিচালক সাদ বিন গালিব আল নাদভি এ তথ্য জানিয়েছেন। খবর আল আরাবিয়ার।
তিনি বলেছেন, হারামাইন শরিফাইন প্রশাসন রমজানের প্রথম দশকে পবিত্র কোরআনের ৩০ হাজারের বেশি কপি বিতরণ করেছে। তিনি আরও বলেছেন, হারামাইনের পরিচালনা পর্ষদের সব বিভাগের সহায়তায় পুরো মাস জুড়ে এই কোরআন বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
রমজানে কোরআন বিতরণের এই কর্মসূচি মসজিদুল হারামের জেনারেল প্রেসিডেন্সির গুরুত্বপূর্ণ সেবাগুলোর অংশ বলে মন্তব্য করেছেন তিনি।
প্রসঙ্গত, রমজান মাসে বিশ্বের ২২ দেশে পবিত্র কোরআনের ১০ লাখ কপি বিতরণের ঘোষণা দিয়েছেসৌদি আরব। দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ রমজান মাসে কোরআনের ১০ লাখ কপি বিতরণের অনুমোদন দিয়েছেন।
কিং ফাহাদ কমপ্লেক্সের মাধ্যমে কোরআনের কপিগুলো সরবরাহ করা হবে। আর এই ১০ লাখ কপি কোরআনে বিভিন্ন ভাষায় ব্যাখ্যাও থাকবে। অর্থাৎ বিশ্বের ৭৬টি ভাষায় অনুবাদ করা কোরআন বিতরণ করবে সৌদি সরকার।
সৌদি আরবের ইসলামিক কল্যাণ, দাওয়াত ও দিক-নির্দেশনাবিষয়ক মন্ত্রণালয় কোরআন বিতরণের পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করবে।
সূত্র : আল আরাবিয়া
এনটি