রমজান মাসে যেসব ঐতিহাসিক ঘটনা ঘটেছে
ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস রমজান। রমজানের রোজা ইসলামের পঞ্চস্তম্ভের একটি। রোজা শুরু হয় সুবহে সাদিক থেকে, শেষ হয় সন্ধ্যায়। এই মাসে হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর পূর্ণ কোরআন অবতীর্ণ করা হয়েছে।
ইসলামী বিশ্বাস মতে, এই মাসে জিবরিল আলাইহিস সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোরআন নাজিল করেছেন।
বিজ্ঞাপন
নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমানকে বলেছেন, রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই মাস শেষ হয় তিন দিন ঈদুল ফিতর উদযাপনের মাধ্যমে।
রমজানে সংঘটিত ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ কিছু ঘটনার তালিকা তুলে ধরা হলো-
১লা রমজান : বড়পীর খ্যাত হজরত আব্দুল কাদির জিলানী (রহ.)-এর জন্ম।
২য় রমজান : হজরত মুসা (আ.)-এর উপর তাওরাত নাজিল হয়।
৩য় রমজান : নবীজির আদরের দুলালী, জান্নাতী নারীদের সর্দার হজরত ফাতেমাতুজ জাহরা রা.-এর ইন্তেকাল।
১০ রমজান : নবী মুহাম্মদ (সা.)-এর প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.)-এর ইন্তেকাল করেন।
১২ রমজান : হজরত ঈসা (আ.)-এর উপর ইঞ্জিল কিতাব অবতীর্ণ হয়।
১২ রমজান : নবীজির নাতি হাসান ইবনে আলী (রা).-এর জন্ম।
১৭ রমজান : নবীজির সহধর্মীনী হজরত আয়েশা বিনতে আবু বকর (রা.)-এর ইন্তেকাল।
১৭ রমজান : ইসলামের ইতিহাসে সংঘটিত গুরুত্বপূর্ণ বদর যুদ্ধে মুসলমানদের বিজয় লাভ।
১৮ রমজান : হজরত দাউদ (আ.)-এর ওপর জাবুর কিতাব অবতীর্ণ হয়।
১৯ রমজান : আলী ইবনে আবি তালিব (রা) তরবারি দ্বারা আক্রান্ত হন।
২০ রমজান : নবী মুহাম্মদ (সাঃ)-এর মক্কা বিজয়।
২১ শে রমজান: আলী ইবনে আবি তালিব (রা.) তরবারির আঘাতে আহত হওয়ার শহীদ হন।
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন
এনটি