ইতালিতে ইসলাম প্রচার করছে সেন্ট্রাল মসজিদ
রোম সেন্ট্রাল মসজিদ। ইতালির রাজধানী রোমের প্রাণকেন্দ্রে মন্তি পারিয়ালি পর্বতের পাদদেশে অবস্থিত। ৩০ হাজার বর্গমিটারের অধিক এলাকাজুড়ে বিস্তৃত পরিধি। আধুনিক স্থপত্যশিল্পের চমৎকার ডিজাইনে তৈরি এই মসজিদের ভৌগলিক অবস্থান ও আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য অনন্য, নান্দনিক ও নয়নাভিরাম।
এটি ইতালির সবচেয়ে বড় মসজিদ। একসঙ্গে প্রায় ১২ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে। তবে দুই ঈদের জামাতে মসজিদের খোলা মাঠসহ সবকিছু মিলিয়ে প্রায় ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে।
বিজ্ঞাপন
বিশ্বখ্যাত তিনজন ডিজাইনার ও স্থপতি যথা- ইতালিয়ান স্থপতি পাওলো পোর্টোগেসি, ইতালিয়ান প্রযুক্তি প্রকৌশলী ভিটোরিও জিগলিয়াত্তি ও ইরাকি স্থপতি সামি আল-মুসাবির নকশায় ও তত্ত্বাবধানে প্রায় ১১ বছরেরও অধিক সময়ে এই মসজিদের নির্মাণকাজ সমাপ্ত হয়।
মসজিদটি তিলতলা বিশিষ্ট। ১ম তলা নামাজের জন্য ব্যবহার করা হয়। এখানে গম্বুজ সাদৃশ্য ১৬টি ঝাড়বাতি রয়েছে। ২৬ মিটার উচ্চতার একটি মিম্বার রয়েছে। যেটি এই মসজিদের শোভাবর্ধন করেছে। ২য় তলা মা’হাদুত দিরাসাতুল ইসলামিয়্যাহ বা ইসলামি শিক্ষাবিষয়ক বিভিন্ন কোর্সে ব্যবহার হয়। আর ৩য় তলা কনফারেন্স রুম হিসেবে ব্যবহার হয়।
সৌদি আরব, মিসর ও মরক্কোর ইসলামি স্কলারদের সমন্বয়ে একটি কমিটি মসজিদের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে। রোম সেন্ট্রাল মসজিদের বর্তমান প্রধান ইমাম হলো আল-আজহারের গ্র্যাজুয়েট মিসরীয় নাগরিক শায়খ সালাহ রমদান সায়্যিদ।
লেখক : মুহাদ্দিস, ইসলামিয়া মহিলা কামিল মাদরাসা, কক্সবাজার।