২০২৩ সালে আমিরাতে কত ঘণ্টা রোজা রাখতে হবে?
মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে ২০২৩ সালের পবিত্র রমজান মাস শুরুর আর মাত্র ৩৯ দিন বাকি রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে গালফ নিউজ। এবার দেশটিতে রমজানের শুরুর দিন রোজা রাখতে হবে ১৩ ঘণ্টার কিছু বেশি সময়।
ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্ট ওয়েবসাইটের বরাতে এ তথ্য জানিয়েছে আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।
বিজ্ঞাপন
খবরে বলা হয়েছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী ২৩শে মার্চ রমজান শুরু হতে চলেছে। সে দিন সেহরি শেষে ফজর নামাজ হবে সকাল ৫টা ২ মিনিটে এবং ইফতার ও মাগরিবের নামাজ (সূর্যাস্ত) হবে সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে। এই হিসেবে দেশটিতে প্রথম দিন রোজা রাখতে হবে মোট ১৩ ঘণ্টা ৩৩ মিনিট।
তবে রমজান মাসের দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তা আরও কিছুটা বেড়ে ১৪ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত গিয়ে পৌঁছাবে। কারণ শেষ দিকে ফজরের নামাজ হবে ভোর ৪ টা ৩১ মিনিটে এবং মাগরিব হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে।
খালিজ টাইমস জানায়, গত বছর আরব আমিরাতে রমজানের প্রথম দিনে রোজা রাখতে হয়েছিল ১৩ ঘণ্টা ৪৮ মিনিট এবং শেষ দিন রোজা ছিল ১৪ ঘন্টা ৩৩ মিনিট। এবছর পবিত্র রমজান মাস বসন্তের শুরুতে হওয়ায় তাপমাত্রাও কিছুটা শীতল হবে বলে আশা করা হচ্ছে।
পবিত্র রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। জাতীয় চাঁদ দেখা কমিটি এই মাসের শুরু এবং শেষের দিন নির্ধারণ করে থাকেন।
এই বছর রমজান মাসের শুরুতে তাপমাত্রা ১৭ থেকে ৩৫ ডিগ্রি এবং শেষের দিকে ১৭ থেকে ৩৬ ডিগ্রির মধ্যে থাকবে। আবহাওয়া পবিরর্তনের কারণে রমজান মাসে ভারি বৃষ্টিপাতও হতে পারে।
সূত্র : খালিজ টাইমস