একসঙ্গে একাধিক জানাজা পড়ার বিধান
ইসলামে জানাজার নামাজের গুরুত্ব অনেক বেশি। মৃতের মাগফিরাতের জন্য জানাজা ও কাফন-দাফন ইত্যাদি সম্পন্ন করা জীবিত মুসলিমদের ওপর মৃতের অধিকার। শরিয়তের দৃষ্টিকোণ থেকে এটি অবশ্যিক পালনীয় ফরজ (কেফায়া)। তাই কোনো মুসলমান মারা গেলে, তার জানাজা অবশ্যই আদায় করতে হবে।
জানাজার নামাজ মূলত মৃত ব্যক্তির জন্য দোয়া ও মাগফিরাত। মহল্লার ইমাম জানাজা পড়ানোর ক্ষেত্রে বেশি হকদার। এরপর মৃতের ওলি বা আত্মীয়-স্বজন। তবে ওলি-আত্মীয় ইমামের চেয়ে বেশি দ্বীনদার হলে তার-ই বেশি হক।
বিজ্ঞাপন
মৃতের জানাজা নামাজ আলাদা আলাদা হওয়াই ভালো। তবে একসঙ্গে একাধিক মাইয়েতের জানাজা পড়াও জায়েজ আছে।
প্রসিদ্ধ তাবেয়ি নাফে (রহ.) বলেন, হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) একসঙ্গে ৯ জনের জানাজা পড়েছেন। সেদিন জামাতের ইমাম ছিলেন হজরত সাঈদ ইবনুল আস (রা.) এবং মুসল্লিদের মাঝে ইবনে ওমর (রা.), আবু হুরায়রা (রা.), আবু সাঈদ (রা.) ও আবু কাতাদা (রা.) প্রমুখ বিশিষ্ট সাহাবিগণ উপস্থিত ছিলেন।
একাধিক জানাজার নামাজ পড়ার পদ্ধতি হলো- জানাজার নামাজ আদায়ের আগে সব মৃতের লাশের খাটিয়া ইমামের বুক বরাবর কিবলার দিকে জমিনে রাখতে হবে। এরপর জানাজার নিয়ত করতে হবে। নিয়ত মনে মনে করলেই যথেষ্ট। মুখে আলাদা করে উচ্চারণ করতে হয় না; তবে কেউ করলে অসুবিধা নেই।
একাধিক মাইয়েতের জানাজা একসঙ্গে আদায় করলে এবং বালেগ-নাবালেগ উভয় ধরনের মাইয়েত থাকলে বালেগের নির্দিষ্ট দোয়া এবং নাবালেগের নির্দিষ্ট দোয়া পড়তে হবে। পাশাপাশি জানাজার নামাজের ইমামের কর্তব্য, মাইয়েত পুরুষ না নারী, বালক না বালিকা ইত্যাদি বিষয় স্পষ্ট করে মুসল্লিদের কাছে জানিয়ে দেওয়া। (আদ্দুররুল মুখতার : ২/২১৮; আলবাহরুর রায়েক : ২/১৮৩; ফাতাওয়া হিন্দিয়া : ১/১৬৫; বাদায়েউস সানায়ে : ২/৫৬)
জানাজার ফরজ-সুন্নত
জানাজার নামাজের ফরজ দুইটি। এক. চারবার ‘আল্লাহু আকবার’ বলা। দুই. দাঁড়ানো। জানাজা সহিহ হওয়ার জন্য লাশ উপস্থিত থাকা শর্ত।
জানাজার সুন্নত তিনটি। এক. আল্লাহর হামদ ও সানা পড়া। দুই. নবীজি (সা.)-এর ওপর দরুদ পড়া। তিন. মৃত ব্যক্তির জন্য দোয়া করা। (ইলাউস সুনান : ৮/১৭৪)
এনটি