প্রতীকী ছবি

কোরআন আল্লাহ তায়ালার কালাম বা বানী। যুগে যুগে মহান আল্লাহ তায়ালা মানবজাতির কল্যাণময় জীবন এবং পরকালে মুক্তির সনদরূপে বাণীএবং কিতাব প্রেরণ করেছেন। প্রেরিত সেসব প্রত্যাদেশরই সর্বশেষ চূড়ান্ত রূপ শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অবতীর্ণ পবিত্র কোরআন। আল্লাহ তায়ালা বলেন, ‘এটা সে কিতাব; যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য হেদায়াত।’ -(সুরা বাকারা, আয়াত, ২)

হজরত আবু উমামা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি : তোমরা কোরআন তিলাওয়াত করো। কেননা, কোরআন কিয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে হাজির হবে। (সহীহ মুসলিম : ৮০৪)। 

কোরআন শরীফের সম্মান রক্ষা করা ওয়াজিব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা অনেক সময় এই মহান কিতাবের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দেই। অনেক জায়গায় দেখা যায়, কোরআন শরিফের উপর ধূলা-বালি পড়ে থাকে। অনেক সময় আল্লাহর ঘর মসজিদেও এমনটি হতে দেখা যায়।

আলেমরা বলেন, কোরআন শরিফ নিচু স্থানে রাখা কিংবা ধূলা-বালি পড়া থেকে রক্ষা না করে অযত্নে রেখে দেওয়া কোরআনের প্রতি এক প্রকার অবহেলা ও অসম্মান প্রদর্শন। কেননা, আল্লাহ তায়ালা বলেন, ‘কোরআন সমুন্নত, পবিত্র’।- (সূরা আবাসা ১৪)

এতএব কোরআনের প্রতি সম্মান প্রদর্শন আবশ্যক। কোরআনকে এজন্য উচু জায়গায় রাখা উচিত এবং কোরআনের যেন অবহেলা না হয় তাই গিলাফ ব্যবহার করা আবশ্যকীয়। কেউ কোরআনের প্রতি প্রদর্শন করলে আল্লাহ তায়ালা তাকে এই মহৎ উদ্যোগের কারণে সম্মানিত করবেন। 

কেননা, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তায়ালা এ কিতাব কোরআনের মাধ্যমে কোনও কোনও জাতিকে সম্মানিত করেন। আবার অন্যদেরকে করেন অবনত। -(সহীহ মুসলিম ৮১৭)

আলেমদের মতে, কোরআনের প্রতি অবহেলা ও অযত্ন দেখে ব্যথিত হওয়া এবং এর প্রতিকার হিসেবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা তাকওয়ার পরিচায়ক বলে গণ্য করা হয়। আল্লাহ তায়ালা বলেন, ‘কেউ আল্লাহর নামযুক্ত বস্তুসমুহের প্রতি সম্মান প্রদর্শন করলে তা তো তার হৃদয়ের তাক্ওয়া-সঞ্জাত।’ -(সূরা হাজ্জ ৩২)

ইসলামে কোরআনের সম্মানকে সবিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনের প্রতি যেন অসম্মান না হয় তাই হাদিস শরিফে কোরআন নিয়ে শত্রুদের এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। আবদুল্লাহ ইবনু উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সঙ্গে নিয়ে শত্রু-দেশে সফর করতে নিষেধ করেছেন। -(বুখারী ২৯৯০)

এনটি