৬ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের মোহতাসিম
মাত্র ৬ মাস ১৫ দিনে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেছে মুহাম্মদ মোহতাসিমুল ইসলাম নামে ৯ বছর বয়সী এক শিক্ষার্থী। মোহতাসিম রাজধানী ঢাকার কচুক্ষেত পুরান বাজারে অবস্থিত ইবনে কাসীর ক্যাডেট মাদরাসার শিক্ষার্থী।
মোহতাসিমুল ইসলাম নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খাড়াব গ্রামের মো. আরিফুল ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
ইবনে কাসীর ক্যাডেট মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মিরাজুল ইসলাম খান ঢাকাপোস্টকে বলেন, আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আমাদের মাদরাসার শিক্ষার্থী মোহতাসিমুল ইসলাম মাত্র ৬ মাস ১৫ দিনে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এটি ছিলো এক বিশাল অর্জন। এর জন্য আমি তার শিক্ষকদের ও অভিভাবকদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই।
তিনি আরও বলেন, মাদরাসার প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি সময়কে গুরুত্ব দেওয়ার জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়ে এসেছি।
তিনি বলেন, অনেক সময় একজন শিক্ষার্থীর হেফজ শেষ করতে অনেক সময় লেগে যায়, এতে সে অন্য পড়াশোনা থেকে পিছিয়ে পড়ে, অনেক সময় ভবিষ্যতে বেশিদূর পড়তেও পারে না। তাই আমাদের এখানে শিক্ষার্থীদের সময়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
তিনি বলেন, সময়ের প্রতি গুরুত্ব দেওয়ার ফলেই বিভিন্ন সময় হেফজ বিভাগের শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে। এর আগেও এই মাদরাসার আরও বেশকিছু শিক্ষার্থী ৩ মাস, ৬ মাস ও ১ বছরে হেফজ সম্পন্ন করেছিল। মাদরাসা ও শিক্ষার্থীদের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।
এনটি