মিজানুর রহমান আজহারির নতুন বই আহ্বান
আহ্বান : আধুনিক মননে আলোর পরশ
অমর একুশে বইমেলার শেষ দিকে এসে ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারির নতুন ও দ্বিতীয় বই ‘আহ্বান : আধুনিক মননে দ্বীনের ছোঁয়া’ প্রকাশ হতে যাচ্ছে। বই প্রকাশের বিষয়টি নিশ্চিত করে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করেছেন। বইটি প্রকাশ করছে গার্ডিয়ান পাবলিকেশন্স।
ব্যক্তিগত ফেসবুক একাউন্ড ও ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি লিখেছেন- একুশে বইমেলা ২০২২ এর শেষ লগ্নে এসে আপনাদের সাথে একটি দারুণ খবর শেয়ার করতে চাই। আমার দ্বিতীয় বই ‘আহ্বান : আধুনিক মননে আলোর পরশ’ শীঘ্রই বইমেলায় আসছে ইনশাআল্লাহ। আপনার কপিটি পেতে আজই প্রি-অর্ডার করুন।
বিজ্ঞাপন
আমি ক্ষুদ্র মানুষ; সীমাবদ্ধতা নিয়েই আল্লাহর বান্দাদের দ্বীনের পথে আহ্বানের চেষ্টা করি। সম্ভব সবটুকু দিয়ে দ্বীনের বুঝ জনপরিসরে তুলে ধরার এক আসমানী তাগাদা সদা-সর্বদা হৃদয়ে অনুভব করি। আমি আলোচনার জগতের মানুষ; কথা বলার মাঝেই স্বাচ্ছন্দ্য খুঁজে পাই। তবে এই প্রজন্মের একজন তরুণ হিসেবে আল্লাহর দ্বীনের পথে মানুষকে আহ্বান করার সম্ভাব্য সব উপায়-উপকরণকে ব্যবহার করার তাড়না ভেতর থেকেই অনুভব করি।
তিনি আরও বলেন, গত কয়েক বছরে বাংলা সাহিত্যে দারুণ কিছু কন্টেন্ট যুক্ত হয়েছে। আমাদের পূর্বসূরীরা তো বটেই, হালের তরুণরাও দারুণ লিখছে। লাখো পাঠক ইসলামি সাহিত্য পড়ছে। নতুন-প্রজন্ম জানতে চায়, বুঝতে চায়। জ্ঞান-তৃষ্ণায় কাতর মুসাফিরদের হরফের পানি পান করানোর নৈতিক দায়িত্ব আমরা এড়াতে পারি না। তাই, লেখালেখির জগতের মানুষ না হয়েও, কলম-কীবোর্ড চালানোর দুঃসাহস করেছি।
সাহিত্য সাগরে মাত্র দু'ফোটা পানি যুক্ত করতে পেরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। প্রথম গ্রন্থ— ‘ম্যাসেজ : আধুনিক মননে দ্বীনে ছোঁয়া’ যেভাবে পাঠকবৃন্দ গ্রহণ করেছেন, তাতে আমি অভিভূত, বিস্মিত। সম্মানিত পাঠকদের ভালোবাসায় সিক্ত হয়ে নতুন করে লেখার হিম্মত পেয়েছি।
বরাবর বলে এসেছি, আমাদের বক্তৃতা, লেখালেখি কিংবা দ্বীনের যেকোনো উপস্থাপনা পদ্ধতি হবে খুব সহজিয়া, জীবনের ভাষায়। গাম্ভীর্যপূর্ণ উচ্চমানের ভাষায় উচ্চশিক্ষিত এলিট শ্রেণিকে আকৃষ্ট করা যায়, কিন্তু কোটি কোটি সাধারণ মানুষ তা ধারণ করতে পারে না। তাই, ভাবনাগুলো কথামালায় রুপ দিয়ে সাহিত্যাকারে কিছু আহ্বান জানিয়েছি বইটিতে। বিশেষভাবে খেয়াল রেখেছি-তরুণ ও কনভেনশনাল শিক্ষায় শিক্ষিত লোকজনের বোধ উপযোগী করে তুলতে। সকল ধর্ম, বয়স, শ্রেণি-পেশার পাঠক নিজেদের সাথে বইটিকে কানেক্ট করতে পারবেন বলে আমার বিশ্বাস। আধুনিক মননে আলোর পরশ লাগুক— এই প্রত্যাশায়।
গার্ডিয়ান পাবলিকেশন্স তাদের পেইজে বইটি প্রকাশের ঘোষণা দিয়ে লিখেছে- গার্ডিয়ান পাবলিকেশন্স অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছে, জনপ্রিয় ইসলামি আলোচক ও দাঈ শাইখ মিজানুর রহমান আজহারি লিখিত দ্বিতীয় গ্রন্থ ‘আহ্বান : আধুনিক মননে আলোর পরশ’ শীঘ্রই পাঠকদের হাতে আসছে।
বই : আহ্বান : আধুনিক মননে আলোর পরশ
লেখক : মিজানুর রহমান আজহারি
প্রকাশকাল : মার্চ, ২০২২
মূল্য : ২৭০ টাকা (ফিক্সড)
দয়াময় রব গোটা সৃষ্টিজগৎকে সাজিয়েছেন অপরূপ নৈপুণ্যে, সর্বত্র ছড়িয়ে দিয়েছেন অনুপম কারুকার্যের হাজারো নিদর্শন। কত বদল আর বৈচিত্র্যে ঠাসা এ চরাচর! যেন প্রভুর পরম আসমানি স্পর্শ লেগে আছে প্রতিটি কোণে। একেক সৃষ্টিকে তৈরি করেছেন একেক ব্যঞ্জনায়। এজন্যই তো অহংকার তাঁর আপন চাদর। আমাদের যত প্রার্থনা ও স্তুতি—সকলই কেবল তাঁকে ঘিরে। তিনিই মানুষকে পাঠিয়েছেন জোড়ায় জোড়ায়; একে অন্যের ভূষণরূপে। আমাদের সমৃদ্ধ করেছেন উত্তম রিজিকে, প্রখর মেধা আর তারুণ্যের প্রাণোচ্ছল চঞ্চলতায়। ভরসার ছায়া আর অবারিত অনুগ্রহে আগলে রেখেছেন তামাম কুল-কায়েনাত।
এসবেরই স্বচ্ছন্দ ও সুখপাঠ্য পর্যালোচনা হাজির করেছেন বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় দাঈ শাইখ মিজানুর রহমান আজহারি। তরুণ প্রজন্মের সামনে পেশ করেছেন সুস্থ-সুন্দর, সময়োপযোগী ও ঈমানদীপ্ত জীবনের নববি চালচিত্র। সময়ের সবুজ সওয়ারিদের আহ্বান করেছেন গৌরবময় সত্যের পথে।