মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানকে বিদায় সংবর্ধনা দিয়েছে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা। রোববার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় বাংলাদেশ দূতাবাসের হল রুমে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন ডা. জেবা উন নাহার। প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি মো. সোহেল রানা, প্রবাসী শিক্ষক মীর সাইফুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক ডা. মুক্তার আলী এবং প্রবাসী শিক্ষা উদ্যোক্তা আহমেদ মোত্তাকি।

বক্তারা তাদের বক্তব্যে বিদায়ী রাষ্ট্রদূত মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন তা উপস্থিত সবার সামনে তুলে ধরেন। তারা প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন কল্যাণ ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য বিদায়ী রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ জানান।

বিদায়ী বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, মালদ্বীপে অবস্থানরত সব প্রবাসীকে সহযোগিতা করা এবং মালদ্বীপ সরকারের কাছ থেকে প্রবাসীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা আদায়ের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মালদ্বীপে সুন্দরভাবে বসবাস করার পরিবেশ তৈরি করে দেওয়ার লক্ষ্য নিয়ে তিনি কাজ করার চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, প্রবাসীদের ন্যায্য দাবিগুলো এই দেশের সরকারের কাছে তুলে ধরা, তাদের সমস্যাগুলোর সমাধান এবং দুই দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক জোরদার করার কাজে তিনি বাংলাদেশ সরকার এবং প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা পেয়েছেন। তিনি আশা করেন, আগামী দিনগুলোতে প্রবাসী বাংলাদেশিরা এর ফলাফল ভোগ করতে সক্ষম হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের প্রজেক্ট অফিসার তাবাসুম মহকদুমা, এনবিএল মানি ট্রান্সফারের ডিরেক্টর মো. হান্নান খান কবির, ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিনিয়র এক্সিকিউটিভ মো. শরিফুল ইসলাম, ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. দুলাল হোসেন, মালদ্বীপ ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মো. আরিফুল ইসলাম, প্রবাসী ব্যবসায়ী মো. কাসেদুল ইসলাম, মো. সাবু, মো. মাজিবুর রহমান, আলিম দূরানী, মো. জহিরুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, মো. নুরে আলম রিন্টু, প্রবাসী পেশাজীবী মো. শাহাজালাল শিকদার, মো. সাদেক, মো. এনামুল হক জাকির প্রমুখ। প্রবাসী সাংবাদিকসহ মালদ্বীপে বাংলাদেশি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মালদ্বীপে বাংলাদেশের ৮ম রাষ্ট্রদূত হিসেবে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ২০২০ সালের ১৭ মার্চ দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে রাষ্ট্রদূত প্রবাসীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। তার সময়ে মালদ্বীপের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেন। গত বছরের ডিসেম্বর মাসে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে মালদ্বীপে যান।

বিদায়ী রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের সময় দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় অনেক জোরদার হয়েছে বলে অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা মত প্রকাশ করেন।

এসএসএইচ