আমিরাতে বাড়ছে জ্বালানি তেলের দাম
সংযুক্ত আরব আমিরাতে বাড়ছে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
দেশটিতে সুপার ৯৮ পেট্রোলের দাম হবে প্রতি লিটার ২.৯৪ দিরহাম। যা আগের মাসে ছিল ২.৬৫ দিরহাম। স্পেশাল ৯৫ পেট্রোলের দাম হবে প্রতি লিটারে ২.৮২ দিরহাম। যা জানুয়ারিতে ছিল ২.৫৩ দিরহাম। ই-প্লাস ৯১ পেট্রোলের দাম হবে প্রতি লিটার ২.৭৫ দিরহাম। যা গত মাসে ছিল প্রতি লিটারে ২.৪৬ দিরহাম। আর ডিজেলের দাম হবে প্রতি লিটারে ২.৮৮ দিরহাম। যা গত মাসে ছিল ২.৫৬ দিরহাম।
বিজ্ঞাপন
এদিকে সংযুক্ত আরব আমিরাতে কমেছে স্বর্ণের দাম। ২৪ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম হয়েছে ২১৬.৫০ দিরহাম। ২২ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম হয়েছে ২০৩.২৫ দিরহাম। ২১ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম হয়েছে ১৯৪.০০ দিরহাম। ১৮ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম হয়েছে ১৬৬.২৫ দিরহাম।
আইএসএইচ