মালদ্বীপে মাস্ক না পরলে ৫ হাজার টাকা জরিমানা
মালদ্বীপে মাস্ক না পরলে এক হাজার রুপিয়া জরিমানা করা হচ্ছে, বাংলাদেশি মুদ্রায় যা পাঁচ হাজার টাকা। গত ২১ দিনে দেশটিতে জরিমানা করা হয়েছে ১ হাজার ৯৩৭ জনকে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) মালদ্বীপের পুলিশের একজন মুখপাত্র মালদ্বীপের গণমাধ্যম ‘সান’কে বলেন, ৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মাস্ক না পরার জন্য মোট ১ হাজার ৯৩৭ জনকে জরিমানা করা হয়েছে। এই সময়ের মধ্যে কোয়ারেন্টাইনের নিয়ম লঙ্ঘনকারী ব্যক্তিদেরও জরিমানা করা হয়েছে। এছাড়াও দেশটির রাষ্ট্রপতির কার্যালয় হুঁশিয়ারি দিয়েছে, যারা মাস্ক ব্যবহার করবে না কিংবা অবহেলা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
মালদ্বীপে পাবলিক স্পেসে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। না পরলে এক হাজার রুপিয়া, যা বাংলা টাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করার ক্ষমতা পুলিশকে দেওয়া হয়েছে। মালদ্বীপে যখন করোনা বিধিনিষেধ শিথিল করা হয়েছিল, তখন থেকেই মাস্ক না পরা লোকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে শুরু করে।
মালদ্বীপে বর্তমানে নতুন করে সংক্রমণ বাড়ছে। পুলিশকে মালদ্বীপে স্বাস্থ্য সুরক্ষা সংস্থার (এইচপিএ) নির্দেশিকা বাস্তবায়ন করার আদেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, মালদ্বীপে এক সপ্তাহেরও বেশি সময় ধরে দৈনিক শনাক্ত দুই হাজারের ওপরে।
গত ২৪ ঘণ্টায় মালদ্বীপে করোনা আক্রান্ত হয়েছে দুই হাজার ৪৯৯ জন। এ নিয়ে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৮ হাজার ৯৫০ জনে। স্বাস্থ্য সুরক্ষা সংস্থা তাদের নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে।
এইচপিএ-র তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে বৃহত্তর রাজধানী অঞ্চলে আক্রান্ত ১ হাজার ২৮০ জন। মালের বাইরে আবাসিক দ্বীপের ৬৯৭ জন আক্রান্ত। পর্যটনকেন্দ্র থেকে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২২২০ করোনা আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত মোট সুস্থ হওয়ার সংখ্যা এক লাখ ১০ হাজার ৮৫২ জন। এ পর্যন্ত ১৬ হাজার ৯৫০ জন আক্রান্ত রোগী রয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে ৫৪ জন রোগী। বছরের প্রথম মাসে মালদ্বীপে ৯ জন করোনায় মারা যান। দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৭৪ জন।
এইচকে