ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টারের (ডিবিআরআরসি) সিরিজ কার্যক্রমের অংশ হিসেবে চীন ও বাংলাদেশের বিশেষজ্ঞদের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০) ভার্চুয়ালি সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) যুগ্ম মহাসচিব আল মামুন মৃধা এবং ডিআইইউ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো. ফোখরায় হোসেন।

সভার সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপের (এফবিই) ডিন অধ্যাপক মোহাম্মদ মাসুম ইকবাল। সঞ্চালনা করেন ডিবিআরআরসির আহ্বায়ক ড. এ কে এম মহসিন।

এ সময় চীন থেকে যুক্ত ছিলেন, দেশটির ফুওয়াই হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. মিসবাহুল ফেরদৌস এবং চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের ডক্টরাল ফেলো মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে আল মামুন মৃধা এই উদ্যোগের জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি এই সেন্টারের গুরুত্ব উল্লেখ করেন। পর্যটন শিল্পের কথা উল্লেখ করে তিনি চীনে বাংলাদেশিদের জন্য মেডিকেল ট্যুরিজমের সুযোগের বিষয়টি নজরে আনেন। এছাড়াও আল মামুন মৃধা ব্যাংকিং খাতের ওপর গুরুত্বারোপ করেন। একটি আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেল প্রতিষ্ঠা দ্বিপাক্ষিক বাণিজ্য পরিস্থিতির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

ডিআইইউ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ডিরেক্টর ড. মো. ফোখরায় হোসেন চীনে বাংলাদেশের জন্য সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানের সুযোগ নিয়ে আলোচনা করেন।

সভায় চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের ডক্টরাল ফেলো মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম ডিজিটাল সিল্ক রোড নিয়ে কাজ করার পরামর্শ দেন। ডা. মো. মিসবাহুল ফেরদৌস স্বাস্থ্য সিল্ক রোড গবেষণার ক্ষেত্রে ডিবিআরআরসি-এর সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টারের লক্ষ্য হলো একাডেমিক গবেষণা পত্র প্রকাশ করা এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) ওপর নির্দিষ্ট গবেষণার বিষয়গুলোকে বিকশিত করতে সক্ষম করা।

এমএইচএস