আমিরাতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী
সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) আজমান নিউ স্পাইসি রেস্টুরেন্ট হল রুমে এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে আমিরাত বঙ্গবন্ধু ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করেন আমিরাত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন।
বিজ্ঞাপন
সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইসমাইল গণি চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের সভাপতি আরশাদ হোসেন হিরু।
বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইব্রাহীম ওসমান আফলাতুন সিআইপি, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নুরুন্নবী রওশন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বাবু তপন সরকার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ড. আবুল ফজল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রাস আল খাইমা সভাপতি জসিম উদ্দিন মল্লিক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সুমন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএইর যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জিয়া উদ্দিন বাবু ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএই মহিলা সম্পাদিকা নিশাত জাহান চৌধুরী নিশু, উম্মুল কোয়াইন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম আজাদ, শারজাহ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর সিদ্দিক, ফুজিরা বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি জাহেদ হাসান, আজমান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মিহির বাগনুরা, রাস আল খাইমা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মাঈনুদ্দিন মল্লিক, দুবাই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান শেখ-সহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ও নীতিকে অবলম্বন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন একটি সুশৃঙ্খল সংগঠন হিসেবে দেশ-বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক গড়তে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যেভাবে কাজ করে যাচ্ছে ভবিষ্যতে এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে নেতাদের প্রতি পরামর্শ দেন তারা। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।
এইচকে