মালয়েশিয়ার সাবাহ রাজ্যের ডেপুটি মুখ্যমন্ত্রী দাতুক সেরি বুং মোক্তার রাদিন বলেছেন, অনথিভুক্ত অভিবাসীদের সমস্যা সমাধানে তথ্য সংগ্রহ করবে রাজ্য সরকার। আগামী মাস থেকে এই বিশেষ কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে।

সোমবার (২৪ জানুয়ারি) কারিগরি কমিটির বৈঠকের পর সাবাহ ফরেন ন্যাশনাল ম্যানেজমেন্ট টেকনিক্যাল কমিটির কো-চেয়ারম্যান বলেছেন, রাজ্যে বিদেশি কর্মী এবং অভিবাসীদের সঠিক সংখ্যা জানার এই প্রোগ্রামটি গুরুত্বপূর্ণ। বায়োমেট্রিক ডেটাসহ সমস্ত তথ্য ও কয়েক দশকের পুরানো সমস্যার সমাধান খুঁজতে ফেডারেল সরকার এবং সাবাহ সরকার এতে কাজ করবে।

বুং মোক্তার বলেন, এজেন্সি এবং বিভাগগুলির মধ্যে তথ্যের অসঙ্গতির কারণে রাজ্যে বিদেশিদের সংখ্যা নির্ধারণ করা কঠিন ছিল, তাই প্রোগ্রামটি যথাযথভাবে কার্যকর করা কঠিন। কেউ যেন বাদ না পরে তা নিশ্চিত করার জন্য আমরা সমস্ত সেক্টরের ডেটা সংগ্রহ করব। 

আইএসএইচ