দুবাই বিমানবন্দরে দিশেহারা পাসপোর্টবিহীন প্রবাসী আলী
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে পাসপোর্টবিহীন দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছেন কক্সবাজারের প্রবাসী আলী হোসেন। শুক্রবার (৭ জানুয়ারি) ঢাকা থেকে দুবাই বিমানবন্দরে পৌঁছান তিনি। পাসপোর্ট না থাকায় তিনি সেখানেই অবস্থান করছেন।
এদিকে ওই ব্যক্তির স্বজনরা আমিরাতের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাকে সেই দেশে প্রবেশ করানোর ব্যবস্থা করতে চেষ্টা চালাচ্ছেন।
বিজ্ঞাপন
জানা গেছে, এক দশক ধরে দুবাইয়ে কাজ করেন আলী হোসেন। ছুটিতে বাংলাদেশে গিয়েছিলেন তিনি। ৭ জানুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০৪৭ ফ্লাইটে দুবাই যান। যাওয়ার সময় তার সঙ্গে থাকা একটি ছোট ব্যাগে তিনি পাসপোর্টটি রেখেছিলেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ইমিগ্রেশন করতে গিয়ে আলী হোসেন টের পান ব্যাগে পাসপোর্ট নেই।
দুবাই বিমানবন্দর থেকে আলী হোসেন বলেন, ‘আমি তো পাসপোর্ট দিয়ে ঢাকায় ইমিগ্রেশন শেষ করে ফ্লাইটে উঠেছি। আমার গলায় ঝোলানো ব্যাগের মধ্যে পাসপোর্টটি রেখেছিলাম। কিন্তু দুবাই এসে ইমিগ্রেশন করতে গিয়ে দেখলাম, পাসপোর্ট নেই। পাসপোর্ট না পেয়ে এখন ইমিগ্রেশন করতে পারছি না, দুবাইয়েও প্রবেশ করতে পারছি না। বিমানবন্দরে অপেক্ষা করছি, যদি কোনোভাবে পাসপোর্ট ফিরে পাই।’
তিনি বলেন, ‘এখানে এক সংকটময় পরিস্থিতিতে আছি। আমার সঙ্গে টাকা-পয়সা নেই। বাইরে থেকে কেউ টাকা দিয়ে যাবে সেই সুযোগও নেই। প্রতিদিনই খাওয়া-দাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে। বিমানবন্দরে যাত্রী, পুলিশ অনেকেই খাবার দিয়েছে। সেটা খেয়ে দিন পার করছি।’
এমন পরিস্থিতিতে কেউ পাসপোর্টটি পেয়ে থাকলে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
পাসপোর্টে নাম: ALI HOSAN, পাসপোর্ট নম্বর EF0494452
এসএসএইচ