বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশের মহান বিজয়য়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, যুদ্ধ জয়ের গল্প, টক শো, সেমিনারসহ নানা অনুষ্ঠান হয়েছে অনলাইন চ্যানেল ইউকে বিডি টিভিতে। ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব অনুষ্ঠান হয়।

ইউকে বিডি টিভির মাসব্যাপী ‘উন্নয়নের ৫০ বছর’ অনুষ্ঠানের সমাপনী ভার্চুয়াল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৩১ ডিসেম্বর বিশিষ্টজনদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি নেতা, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকনের উপস্থাপনায় অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ।

অনুষ্ঠানের প্রথম পর্বের শুরুতে মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত তার পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা এবং ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গকারী মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও প্রগতিশীল আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় মুক্তিযুদ্ধে নির্যাতনের শিকার নারীদের।

সভায় বক্তারা বলেন, ‘স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্ণ হলো। ১৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণজয়ন্তী। একটি জাতির জন্য এ বয়স তেমন কিছু নয়, তবে দেশ হিসেবে ৫০ বছর সময় একেবারে কম নয়। চীন, ভিয়েতনাম ৫০ বছরে অনেকদূর এগিয়েছে; বাংলাদেশও পিছিয়ে নেই। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অনেক রক্তের বিনিময়ে অর্জিত। দীর্ঘ ৯ মাস যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করেছি। দীর্ঘ ৫০ বছরে প্রাপ্তির হিসেবে গড়মিল থাকলেও অর্জন কম হয়নি। আমাদের প্রাপ্তির তালিকা বেশ বড়, সমৃদ্ধ, গৌরবময়। এ সময়ে আর্থসামাজিক উন্নতি এবং মানুষের যাপিত জীবনে ব্যাপক উন্নতি হয়েছে। শুধু বার্ষিক অর্থবছরের বাজেট বেড়েছে ৭৬৭ গুণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ পেয়েছি আর তার কন্যা শেখ হাসিনা দেশকে নিয়ে গেছেন উন্নয়নের মহাসড়কে।

এসএসএইচ