কুয়েতে করোনা শুরুর পর সর্বোচ্চ আক্রান্ত
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে করোনা সংক্রমণ বেড়েছে। করোনা শুরুর পর দেশটিতে এই প্রথম দৈনিক সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। এ দিন ২ হাজার ৪১৩ জন আক্রান্ত হয়েছেন।
দেশটিতে আগামী ৯ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যেকোনো সভা, সেমিনার ও সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও কুয়েতে প্রবেশের ক্ষেত্রে ৪৮ ঘণ্টা আগের করোনা নেগেটিভ সনদের সময় বাড়িয়ে ৭২ ঘণ্টা করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার মন্ত্রীপরিষদ বৈঠকে জমা হওয়া বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আগামী সপ্তাহের বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হবে।
৫০ বছরের বেশি বয়সী স্থানীয় ও প্রবাসীরা যে কেউ নিবন্ধন ছাড়াই বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। ১৬ থেকে ৫০ বছর বয়সীদের নিবন্ধন করে বুস্টার ডোজ গ্রহণ করতে হবে।
করোনায় দেশটিতে এখন পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার ৪৫৫ জন আক্রান্ত ও ২ হাজার ৪৬৯ জন মারা গেছেন।
ওএফ