জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে আমিরাতের পঞ্চাশ বছর পার
সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যোগদানের ৫০ বছর অতিক্রম করেছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার সঙ্গে সংশ্লিষ্ট সর্বোচ্চ সংস্থা হিসেবে বিবেচিত হয় জাতিসংঘ। আরব আমিরাত এটিকে কূটনৈতিক পথের ঐতিহাসিক স্টেশন হিসেবে বিবেচনা করছে।
১৯৭১ সালের ডিসেম্বরের ১০ তারিখে নিউইয়র্কের জাতিসংঘের সদর দফতরে প্রথমবারের মতো উত্তোলন করা হয় সংযুক্ত আরব আমিরাতের পতাকা। আর এরই মাধ্যমে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে একটি উন্নত অবস্থান গ্রহণ করতে সক্ষম হয়। আর অল্প সময়ের ব্যবধানে এ দেশটি আন্তর্জাতিক অঙ্গনে অর্থনৈতিক উন্নয়ন মানবিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে অন্যতম প্রধান দাতা দেশগুলোর অন্তর্ভুক্ত হয়ে ওঠে।
বিজ্ঞাপন
পাশাপাশি দেশটি বহুপাক্ষিক কাজ আন্তর্জাতিক আইন জাতিসংঘের সনদ আন্তর্জাতিক সমস্ত চুক্তির প্রতি অঙ্গীকারাবদ্ধ থাকতে সক্ষম হয়। দেশটি নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার সময় তার লক্ষ্যবস্তু নির্ধারণ করে। সংযুক্ত আরব আমিরাত মনে করে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বিশ্ব তৈরিতে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন, দারিদ্র বিমোচন, উন্নয়নের অভাব বিমোচন ও সুশাসন প্রতিষ্ঠা বড় ধরনের সহায়তা করে।
সংযুক্ত আরব আমিরাত বিশ্বব্যাপী একটি আকর্ষণীয় উন্নয়নের মডেলের প্রতিনিধিত্ব করে। ২০০ এর বেশি দেশের মানুষ নিজের জন্ম ভূমির মতো এ দেশে বসবাস করে।
আইএসএইচ