বাংলাদেশের টেস্ট জয়ে কানাডায় উচ্ছ্বাস
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে আনন্দের বন্যা বইছে কানাডায়। প্রচণ্ড শীত ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে ক্যালগেরির প্রবাসী বাঙালিরা তাৎক্ষণিক আনন্দ-উৎসবে মেতেছে।
প্রবাসী বাঙালি ক্রীড়াপ্রেমীরা আনন্দ-উচ্ছ্বাসে নেচে-গেয়ে এই জয়ের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। তাদের কণ্ঠে ছিল বাংলাদেশের জাতীয় সংগীত।
বিজ্ঞাপন
আনন্দ-উচ্ছ্বাস করা দলে ছিলেন গোলাম খায়রুল বাসার। উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন। আরও উপস্থিত ছিলেন ইকবাল রহমান, এএনএম শামস, তানভীর চৌধুরী, অভিজিৎ সাহা, আবদুস সামাদ, মারুফ হক, কেলভিন হোসেন ও শুভ্র দাস শুভ-সহ অনেকে।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন বলেন, বাংলার টাইগাররা এভাবেই দেশের পতাকা সমুন্নত রাখবে এটাই আমাদের প্রত্যাশা।
শুভ্র দাস শুভ বলেন, বিশ্বের দরবারে বাংলাদেশ আজ উজ্জ্বল নক্ষত্র। আর এরজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা।
ইকবাল রহমান বলেন, শুধু ক্রিকেট নয়, সম্প্রতি ফুটবলেও বাংলাদেশের মেয়েদের সাফল্যে আমরা প্রবাসী বাঙালিরা গর্বিত।
গোলাম খায়রুল বাসার মারুফ বলেন, বাংলাদেশ দল সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করুক এটাই আমাদের কামনা।
এইচকে