করোনার ও এর নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় যেকোনো ধরনের গণ জমায়েতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে আমিরাতে প্রবাসী সংবাদকর্মীদের পেশাজীবী সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই।

সম্প্রতি এক জুম মিটিংয়ের মাধ্যমে সমসাময়িক বিষয় নিয়ে সংগঠনটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সবার মতামতের ভিত্তিতে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলমের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সিরাজুল হক।

সভায় বিমান ভাড়া, চট্টগ্রাম বিমানবন্দরে আরটি পিসিআর পরীক্ষা, প্রবাসীদের নানা জটিলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সেগুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়।

এছাড়াও নতুন করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সাংবাদিকদের মিলন মেলাসহ বড় ছোট সব ধরনের জমায়েত বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সবাইকে আমিরাতের আইনকানুন মেনে দেশের ভাবমূর্তি বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান প্রেসক্লাবের নেতারা।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মামুনুর রশিদ, যুগ্ম সম্পাদক মুহাম্মদ কামরুল হাসান জনি, সহ-যুগ্ম সম্পাদক সনজিত কুমার শীল, সহ-সম্পাদক মুহাম্মদ মোদাচ্ছের শাহ্‌, সহ-সম্পাদক মুহাম্মদ আবদুল আলিম সাইফুল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ আল শাহিন, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সরোয়ার উদ্দিন রনি, প্রচার সম্পাদক মুহাম্মদ শাহজাহান, দফতর সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র সম্পাদক ও সদস্যরা।

এমএইচএস