দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে বরিস বেকার
দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন বিশ্বের সাবেক এক নম্বর জার্মান টেনিস খেলোয়াড় বরিস বেকার। এ সময় উপস্থিত ছিলেন, দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর মুহাম্মদ কামরুল হাসান।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে স্ত্রী-পরিবারের সদস্য এবং ভিআইপি ব্যক্তিদের সঙ্গে নিয়ে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন বরিস বেকার। পরিদর্শনকালে প্যাভিলিয়নে প্রদর্শনের জন্য রাখা পাটের তৈরি ব্যাগ, বাংলাদেশের তথ্যাবলী সমৃদ্ধ স্যুভেনির পর্যবেক্ষণ করেন তিনি।
বিজ্ঞাপন
এছাড়াও এদিন জার্মান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব প্যাভিলিয়নও পরিদর্শন করেন সাবেক এই তারকা টেনিস খেলোয়াড়।
ছয়বার গ্র্যান্ড স্ল্যাম শিরোপা এবং একটি অলিম্পিক স্বর্ণপদক জয় করেন বরিস বেকার। ১৯৮৫ সালে মাত্র ১৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের উইম্বলডন শিরোপা জয় করেছিলেন। এরপর ১৯৮৬ ও ১৯৮৯ সালে আরও দুই বার উইম্বলডনে ঝড় তোলেন। ১৯৯১ ও ১৯৯৬ সালে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। ১৯৮৯ সালে জিতেছিলেন ইউএস ওপেনের শিরোপাও।
১৯৯৯ সালে খেলাকে বিদায় জানান বরিস। এরপর ২০১৩-২০১৬ সাল পর্যন্ত জোকোভিচের কোচ ছিলেন।
এমএইচএস