আবারও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে করোনায় আক্রান্তের সংখ্যা। দেশটিতে বৃহস্পতিবার ৪ লাখ ২৫ হাজার ৬৮২ জন মানুষের করোনা পরীক্ষায় ২ হাজার ৩৬৬ জনের পজিটিভ পাওয়া গেছে। সুস্থ হয়েছেন ৭৭৫ জন। তবে করোনায় কারও মৃত্যু হয়নি। বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২৩৪ জন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৫৯ হাজার ৫১১ জন। মৃত্যুবরণ করেছেন ২ হাজার ১৬২ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৪৪ হাজার ১৮০ জন।

সংযুক্ত আরব আমিরাতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি সর্বপ্রথম চীনের উহান থেকে আসা একটি পরিবারে করোনার উপসর্গ ধরা পড়ে। সম্প্রতি আমিরাতে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ছিল। কিন্তু নতুন করে আবারও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তা বাড়ছে প্রবাসীদের।

যারা দেশে এসেছিলেন তাদের ফেরাও কঠিন হয়ে যাচ্ছে। তাছাড়া দুই-তিন গুণ বিমান ভাড়া প্রবাসীদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। তার ওপর করোনার সংক্রমণ বৃদ্ধিতে দেশটিতে নতুন বিধিনিষেধ আরোপ করা হলে অনেকে কর্মহীন হয়ে যেতে পারেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্যান্য স্টেট থেকে প্রবেশ করতে নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্যমতে, আবুধাবি প্রবেশে দুটি নিয়ম জারি করা হয়েছে।

১. ইতোমধ্যে যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের আল-হোসেন অ্যাপে গ্রিন সিগন্যাল থাকতে হবে।

২. যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের ৯৬ ঘণ্টার মধ্যে করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে।

বৃহস্পতিবার আবুধাবি প্রবেশের নতুন এ নিয়ম কার্যকর করা হয়েছে।

এছাড়া ভ্রমণকারীদের একটি করোনার নেতিবাচক পিসিআর পরীক্ষার ফলাফল উপস্থাপন করতে হবে, যা প্রস্থানের সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগে বৈধ এবং আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর একটি পিসিআর পরীক্ষা করতে হবে। এ তালিকায় নেই বাংলাদেশ। ফলে বাংলাদেশ থেকে আবুধাবি যাওয়া একটু কঠিনই থাকল।

করোনা সুরক্ষায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে আমিরাত স্বাস্থ্য বিভাগ।

এসএসএইচ