আমিরাতে একদিনে করোনায় আক্রান্ত ১৮৪৬ জন
সংযুক্ত আরব আমিরাতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ৩১ হাজার ৪৮২ জনের টেস্ট করে ১ হাজার ৮৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন ৬৩২ জন ও মারা গেছেন ১ জন। গতকাল সোমবার এর সংখ্যা ছিল ১ হাজার ৭৩২ জন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এখন পর্যন্ত আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৫৪ হাজার ৯১১ জন, মৃত্যুবরণ করেছেন ২ হাজার ১৬০ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৪২ হাজার ৫৬৫ জন।
বিজ্ঞাপন
সংযুক্ত আরব আমিরাতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি সর্বপ্রথম চিনের উহান থেকে আসা একটি পরিবারের শরীরে করোনার উপসর্গ ধরা পড়ে। সম্প্রতি আমিরাতে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছিল। কিন্তু নতুন করে আবারও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তা বাড়ছে প্রবাসীদের মধ্যে।
যারা দেশে এসেছিল তাদের ফেরাও কঠিন হয়ে যাবে তাছাড়া দুই তিনগুণ বিমান ভাড়া প্রবাসীদের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে। আবার করোনা বৃদ্ধিতে দেশটিতে নতুন বিধি নিষেধ আরোপ করলে অনেকেই আবার কর্মহীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসকেডি