শারজাহ বঙ্গবন্ধু পরিষদের বিজয় দিবস
সংযুক্ত আরব আমিরাতে শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ডিসেম্বর শারজাহ বাংলাদেশ সমিতির কার্যালয়ের বঙ্গবন্ধু হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ আলম ও যুগ্ম সম্পাদক মুহাম্মদ মনসুরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, পরিষদের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদ।
বিজ্ঞাপন
যুগ্ম সম্পাদক শহীদুল বাবরের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের কনস্যাল জেনারেল বিএম জামাল হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা ডা. ছৈয়দ নুর মোহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন মুহাজির নাছির উদ্দীন খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলী, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা আজম খান, সালাউদ্দীন হেলাল, এ কে আজাদ, আমিরাত যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম, আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন কাউছার ও হাটহাজারী সমিতির নব-নির্বাচিত সভাপতি মুহাম্মদ ইয়াকুব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি খোরশেদ মোবারক, সহসভাপতি আলহাজ্ব আবুল বশর বাবলু, কাজী মুহাম্মদ ফিরোজ উদ্দীন, তৌহিদুল আলম জিলানী, ছৈয়দ নুর, মাহফুজ আলম, আব্দুল খালেক মিলন, একরামুল হক চৌধুরীসহ আরও অনেকে।
উপস্থিত ছিলেন আবু সুফিয়ান সেলিম, নজরুল ইসলাম মজুমদার, নুরুল আমিন, সোহেল পাটোয়ারী, মামুন জুটিস, মো. ওসমান, রহমত, আরমান, মো. আমিন, সেলিম, দিদার, রুবেল, কাসেম, আমিন শরীফ, মো. সরোয়ার, মো. ইউসুফসহ অনেকে।
এইচকে