সংযুক্ত আরব আমিরাতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন গ্রুপ ইউএই’র উদ্যোগে ‘বিবিজি ৫ম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ে ফরচুনা স্পোর্টস একাডেমিতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে বিবিজির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রুপু ও বিবিজির সাধারণ সম্পাদক মামুন রশীদ মুন্নার পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মীর মহিউদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ কাজী ফয়সাল।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— টোকিওসেট গ্রুপ ও মোহাম্মদ মাহবুব পারফিউমুর চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব আলম মানিক সিআইপি, নাসের অটোর স্বত্বাধিকারী মোহাম্মদ মোরশেদুল ইসলাম সিআইপি, আল আমানত রোকন ইলেকট্রিক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আরশাদ হোসেন হিরু, গালফ ব্রিজ ইলেকট্রিক সুইচ গিয়ারের স্বত্বাধিকারী আহমেদ আলী জাহাঙ্গীর, স্কাইগোল সিনার্জি ইমিগ্রেশন সার্ভিসের কন্সালটেন্ট মাইন উদ্দিন হাসান, জেইন প্রোপ্রার্টিজের স্বত্বাধিকারী জাহিদ হোসেন, বারকোড রেস্টুরেন্ট, স্পাইস হাউস রেস্টুরেন্টের স্বত্বাধিকারীরা।

উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফাইন্যান্স ম্যানেজার আলমগীর মোল্লা, একাউন্ট ম্যানেজার আব্দুর রাজ্জাক রেজা। বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আরকান, আফতাব স্পোর্টসের সেক্রেটারি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জাবেদ।

৬০টির বেশি টিম দ্বৈত জুটিতে চারটি লেভেলে এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। বিজয়ী হয়েছেন- এ লেভেলে চ্যাম্পিয়ন সজীব ও মাইনুল, রানার আপ- ইসমাইল, পাপ্পু। বি প্লাস লেভেলে চ্যাম্পিয়ন জামসেদ ও সাইদুর, রানার আপ- হিমেল ও রাসেল। বি লেভেলে চ্যাম্পিয়ন- আমিন ও সুমন, রানার আপ- ইমাম ও রিমন। সি লেভেলে চ্যাম্পিয়ন- জহির ও আবদুল্লাহ, রানার আপ– মঞ্জু ও সুলতান।

এসএসএইচ