দ. আফ্রিকায় করোনায় আরও ৯৯ জনের মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় চলতি সপ্তাহে করোনা পরিস্থিতি স্থির থাকছে না। সংক্রমণ একদিন কমছে তো আরেকদিন বাড়ছে। শনাক্তের সঙ্গে বাড়ছে মৃত্যুও।
দেশটিতে সম্প্রতি দিনে মৃত্যু ২৫ থেকে ৩৫ এর মধ্যে থাকলেও সোমবার তা ১০০ ছাড়িয়ে যায়। সেদিন মারা যান ১০৫ জন। মঙ্গলবার মৃত্যু কমলেও বুধবার মারা যান ৯৯ জন।
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী বুধবার ২১ হাজার ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে সবমিলিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লাখ ৩১ হাজার ৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৯০ হাজার ৫৮৭ জন। করোনা থেকে সুস্থ হওয়ার হার শতকরা ৯১ শতাংশ।
করোনার চতুর্থ ঢেউয়ে ওমিক্রন আক্রান্ত হয়ে কেউ মারা যাননি বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিল।
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকদের নজরদারিতে আছেন। তার বর্তমান অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাষ্ট্রপতির অবর্তমানে উপ-রাষ্ট্রপতি ডেভিড মাবুজা বর্তমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণে লকডাউন ও বিধিনিষেধের প্রয়োজনীয়তা নিয়ে দেশটির জাতীয় করোনা কমান্ড কাউন্সিলের (এনসিসিসি) সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
এদিকে, পাল্লা দিয়ে সংক্রমণ ও মৃত্যু বেড়ে চললেও বড়দিনের উৎসব সামনে রেখে কঠোর লকডাউন ও বিধিনিষেধ আরোপ না করার জন্য সরকারের কাছে অনুরোধ করেছেন ব্যবসায়ীরা।
দক্ষিণ আফ্রিকার প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৩৮ ভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
আরএইচ