শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজয় উৎসবে সাংবাদিকদের মূল বক্সে বসে সংবাদ কাভার করার সুযোগ রাখেনি আয়োজক কর্তৃপক্ষ। প্রশ্ন করা হলে এর কোনো সদুত্তরও দিতে পারেননি কেউই। আবার বিরূপ আচরণের শিকার হতে হয়েছে বলেও অভিযোগ কয়েকজন সাংবাদিকের। 

তবে পরবর্তীতে মূলবক্সে যাওয়ার ব্যবস্থা করে দেন দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

এ বিষয়ে কনসাল জেনারেল বিএম জামাল হোসেন সাংবাদিকদের বলেন, এ অনুষ্ঠানের বিষয়ে আমি সাংবাদিকদের প্রথম জানিয়েছি। সুতরাং সাংবাদিকদের গুরুত্ব কম দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এটা একটা বিশাল আয়োজন। সমন্বয়ের ক্ষেত্রে যদি ত্রুটি হয়ে থাকে সেটি ভিন্ন বিষয়। কিন্তু সাংবাদিকদের কম গুরুত্ব দেওয়ার অভিযোগ আমি মানতে রাজি না। প্রথম দিকে হয়তো নিরাপত্তাজনিত কারণে কিছুটা সমস্যা হয়েছিল।

বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সভাপতি সিরাজুল ইসলাম বলেন, আমাদের  কনস্যুলেট থেকে সম্মান দেওয়া হয়নি। এজন্য শুধু আমি না, আমাদের যত সাংবাদিক আছে আমিরাতে সবাই এ জন্য ক্ষুব্ধ।

তিনি আরও বলেন, আমরা প্রথম থেকে কনস্যুলেট কর্মকর্তাদের বলেছিলাম আমাদের নির্দিষ্ট একটা জায়গা করে দিন, কিন্তু সে জায়গা আমরা পাইনি, সেখানে আমাদের অনেকটা মান-সম্মানের ক্ষতি হয়েছে। এজন্য আমরা কমিনিউটির কাছেও অসম্মানিত হয়েছি। এটা আমাদের জন্য হতাশাজনক। আজকের যে ঘটনা হয়েছে তা যেন আগামীতে আর না ঘটে।

আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) সভাপতি সাইফুল ইসলাম তালুকদার ঢাকা পোস্টকে বলেন, গত ২৪ বছর ধরে আমিরাতে সাংবাদিকতা করে আসছি, আগে এ রকম ভয়ঙ্কর পরিস্থিতির শিকার কখনো হইনি। কেন এমন হলো, তাও কুয়াশার মধ্যে রয়েছি।   

এনএফ