বিজয় উৎসবে আসেননি সাকিব
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজয় উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। দর্শকরাও তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। শেষমেশ দেখা মিলল না এই তারকার।
বিশেষ কাজ থাকায় সাকিব উপস্থিত হতে পারেননি শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের বিজয় উৎসবে। তবে ভিডিও কলের মাধ্যমে সবাইকে সালাম ও অভিনন্দন জানিয়েছেন তিনি। বলেছেন, বিমানের টিকেট কেটেও বিশেষ কাজ থাকায় আমি আসতে পারিনি। আমাদের স্বাধীনতার ৫০ বছর এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। আশা করছি আপনারা খুবই আনন্দ করছেন।
বিজ্ঞাপন
শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এ বিজয় উৎসব আয়োজন করা হয়। জনপ্রিয় চলচ্চিত্র নায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা অনুষ্ঠানটি পরিচালনা করেন।
উৎসবে আমিরাত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শারজাহ প্রদেশের সরকারি প্রতিনিধি, দুবাই শাসক পরিবারের সদস্য, আমিরাতে নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাস-কনস্যুলেটের রাষ্ট্রদূত, কনসাল জেনারেল, কূটনীতিক, স্থানীয় গণমাধ্যমকর্মীরা এবং প্রবাসী কমিউনিটির ব্যক্তিদের অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের আয়োজনে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিতব্য বিজয় উৎসব এদিন বিকাল সাড়ে ৫টা থেকে শুরু হয়।
এ উৎসবে উপস্থিত ছিলেন, জনপ্রিয় ফোক শিল্পী ও নারী সংসদ সদস্য মমতাজ, জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শ্রীলেখা মিত্র, প্রতিক হাসান, মৌসুমি হাসানসহ আরও অনেকে।
এমএইচএস