সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টা থেকে বিজয় উৎসব শুরু হয়েছে।

উৎসবের বিশাল মঞ্চ বসানো হয়েছে স্টেডিয়ামের এক কোণে। সামনে সারি সারি চেয়ার। মাথা তুলে চারপাশে দৃষ্টি ঘোরালে দেখা যায় দর্শকদের বসার আসন।

শারজাহ স্টেডিয়ামের মূল ফটকের ওপর তাকালেই চোখে পড়বে মুক্তিযুদ্ধের চেনা উল্লাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতি ও রয়েল বেঙ্গল টাইগারের স্থিরচিত্র। 

ভেতরে এগোলে দেখা যাবে, মাঝারি আকারের দুই-তিনটি ব্যানার। সেগুলোতে উৎসবের লোগো আর জাতির পিতার ছবি। মূল স্টেডিয়ামের ভেতরে ডান দিকটাতে বাংলাদেশের ঐতিহ্য।

গতকাল শুক্রবার সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করেছেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। ঢাকা পোস্টকে এ তথ্য জানান, দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

ইতোমধ্যে এ উৎসবে আমিরাত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শারজাহ প্রদেশের সরকারি প্রতিনিধি, দুবাই শাসক পরিবারের সদস্য, আমিরাতে নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাস-কনস্যুলেটের রাষ্ট্রদূত, কনসাল জেনারেল, কূটনীতিক, স্থানীয় গণমাধ্যমকর্মীরা এবং প্রবাসী কমিউনিটির ব্যক্তিদের অনেকে উপস্থিত হয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত থাকবেন, বিশ্ব ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার সাকিব আল-হাসান।

বিজয় উৎসবটি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয় আয়োজন করে। আর সহযোগিতায় ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে আরম্ভ হয়ে চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। এতে বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় নায়ক-নায়িকা, গায়ক-গায়িকাদের পাশাপাশি জনপ্রিয় ব্যক্তিদের উপস্থিতি থাকবেন।

ইতোমধ্যেই উৎসবে উপস্থিত হয়েছেন- জনপ্রিয় ফোক শিল্পী ও নারী সংসদ সদস্য মমতাজ বেগম, চিত্রতারকা নায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা, জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, পশ্চিমবঙ্গে চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি ও অভিনেত্রী শ্রীলেখা মিত্র প্রমুখ।

ওএফ