বিজয়ের সুবর্ণজয়ন্তীতে লাল সবুজে আলোকিত লন্ডন টাওয়ার ব্রিজ
বাংলাদেশের বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে লাল-সবুজ পতাকার রঙের আলোতে সাজানো হয়েছে ঐতিহাসিক লন্ডন টাওয়ার ব্রিজ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যাস্তের সঙ্গে সঙ্গে লাল-সবুজ বাতিতে আলোকিত হয়ে ওঠে বিশ্ব বিখ্যাত এই টাওয়ার ব্রিজ। সিটি অব লন্ডন করপোরেশনের একমাত্র বাংলাদেশি সদস্য কাউন্সিলম্যান মনসুর আলী এ সজ্জিতকরণের উদ্যোগ নিয়েছেন।
বিজ্ঞাপন
মনসুর আলী বলেন, আমি গর্বিত এবং আনন্দিত যে আমরা ইতিহাস তৈরি করেছি। বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে আইকনিক লন্ডন টাওয়ার ব্রিজ লাল-সবুজে রাঙানো আমাদের জন্য সম্মানের। যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অবস্থান অনেক উঁচুতে এবং এ কমিউনিটির একজন ও কাউন্সিলম্যান হিসেবে আমি গর্বিত।
অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রুশনারা আলী। এ সময় স্বাগত বক্তব্য দেন সিটি অব লন্ডন করপোরেশনের লর্ড মেয়রের প্রতিনিধি ডেভিড উটন, ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের বাংলাদেশ, শ্রীলংকা ও মালদ্বীপ টিমের ডেপুটি হেড ড্যানিয়েল পাশা, কাউন্সিলম্যান মনসুর আলী ও পপি জামান।
এমএইচএস